ফিরছেন না গম্ভীর! ইংল্যান্ডে ভারতীয় দলকে পথ দেখাবেন এই মহারথী

Published:

This Indian legend can be seen in the role of Gautam Gambhir in England
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন 20 জুন থেকে শুভমন গিলের নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে আক্রমণ শানাবে ভারতীয় দল। সেই মতোই বহু আগে টীম ইন্ডিয়ার সাথে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তবে সিরিজ শুরুর আগেই হঠাৎ দেশে ফিরে আসেন ভারতীয় দলের হেড স্যার। পরবর্তীতে জানা যায়, গুরু গম্ভীরের মায়ের হার্ট অ্যাটক হয়েছে। ফলত, সেই কারণেই তড়িঘড়ি ইংল্যান্ড থেকে ভারতে ফেরেন প্রধান কোচ।

এমতাবস্থায়, ফের কবে ইংল্যান্ড ফিরবেন গম্ভীর, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। তাছাড়াও ফের কবে ইংল্যান্ডে ফিরে টিম ইন্ডিয়াকে সঙ্গ দেবেন সেকথাও স্পষ্ট করে কিছুই জানাননি গৌতম। এহেন আবহে পাওয়া গেছে বড় খবর। সূত্র বলছে, ইতিমধ্যেই গম্ভীরের অনুপস্থিতে ইংল্যান্ডে পৌঁছেছেন ভারতের এক অভিজ্ঞ ক্রিকেটার। তিনিই নাকি শুভমন গিলদের অনুশীলন পর্যবেক্ষণ করছেন। তাহলে কি ইংল্যান্ড সিরিজ চলাকালীন গৌতমের ভূমিকায় দেখা যাবে অন্য কাউকে?

গম্ভীরের স্থলাভিসিক্ত হতে পারেন ইনি

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়দের মহাযুদ্ধ শুরুর আগেই গম্ভীরের অনুপস্থিতিকে কাজে লাগিয়ে এবার ইংল্যান্ডে পৌঁছেছেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, গম্ভীর ইংল্যান্ডে না ফিরলে তাঁর ভূমিকায় টিম ইন্ডিয়ার যাবতীয় দায়িত্ব সামলাতে পারেন লক্ষ্মণ। যদিও এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনও বিবৃতি আসেনি। তবে সূত্র বলছে, লক্ষ্মণই নাকি এখন শুভমনদের অনুশীলন পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি প্রধান নির্বাচক অজিত আগরকরও জাতীয় দলের অনুশীলনে নজর রাখছেন।

অবশ্যই পড়ুন: হ্যাক করে স্টেডিয়ামের লাইট বন্ধ করে দিয়েছিলাম! IPL নিয়ে আজগুবি গল্প শোনালেন পাক মন্ত্রী

আগেও কোচের ভূমিকা পালন করেছেন লক্ষ্মণ

জানিয়ে রাখি, এর আগেও বেশ কয়েকবার ভারতীয় দলকে কোচিং করিয়েছেন লক্ষ্মণ। পূর্বে প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতে টিম ইন্ডিয়ার প্রধান কোচের দায়িত্ব সামলেছিলেন ভিভিএস। এক কথায়, রাহুল দ্রাবিড় যে সিরিজে উপস্থিত থাকতে পারতেন না, সেইসব মঞ্চে ভারতীয় দলকে কোচিং করাতেন লক্ষ্মণ। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, মায়ের অসুস্থতার কারণে গম্ভীর যদি শেষ পর্যন্ত ইংল্যান্ডে পৌঁছতে না পারেন সেক্ষেত্রে আরও একবার লক্ষ্মণকেই ভারতীয় দলের উদ্ধারকারীর ভূমিকায় দেখবে বিশ্ব ক্রিকেট।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join