WTC 2025-27-এ পাকিস্তান, বাংলাদেশের বিরুদ্ধে খেলবে না ভারত! টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ কারা?

Published on:

Which teams will India face in the WTC 2025-27 cycle Check out

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-25 চক্রের চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের অস্ট্রেলিয়া বধের পরই তোলপাড় হয়ে যাচ্ছে বিশ্ব ক্রিকেট! আর হবে নাই না কেন? 27 বছরের দীর্ঘ অপেক্ষা কাটিয়ে অবশেষে টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন হল টেম্বা বাভুমার দল।

এমতাবস্থায়, 2025-27 চক্রের যাত্রা শুরু করছে বিভিন্ন দল। আগামী 17 জুন থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের হাত ধরেই সূচনা হবে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের (WTC 2025-27)। আর এরপরই ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হবে ভারতের টেস্ট যুদ্ধ। ভারতের প্রতিপক্ষ হচ্ছে কোন কোন দল? রইল তালিকা।

শুরু হচ্ছে 2025-27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র

জানিয়ে রাখি, 2025-27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অনুষ্ঠিত হতে যাওয়া মোট ম্যাচের সংখ্যা 71টি। প্রকাশিত তালিকা অনুযায়ী, এই গোটা মরসুমে ফাইনালে ওঠার লড়াই লড়বে মোট 9টি দল। বলে রাখি, রোহিত, বিরাটের অবসরের পর আগামী 20 জুন থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজের হাত ধরেই নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের যাত্রা শুরু করবে ভারত। সেই সূত্রে বলি, এই চক্রে ভারতকে খেলতে হবে মোট 18টি ম্যাচ। এছাড়াও হোম সিরিজ শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে খেলবে না ভারত

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, 2025-27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অন্যান্য দলগুলির বিরুদ্ধে মাঠে নামলেও পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে খেলবে না ভারতীয় দল। আসলে, গত মাসে পাকিস্তানের সাথে সংঘর্ষ ও কাছের পড়শি বাংলাদেশের সাথে সাম্প্রতিক উত্তেজনার কারণে খুব সম্ভবত দল নামাতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতের প্রতিপক্ষ হচ্ছে কোন কোন দল?

প্রকাশিত সূচি অনুযায়ী, 2025-27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে মোট 18টি টেস্ট খেলতে হবে ভারতীয় দলকে। আর সেই আসরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমে হোম সিরিজের যাত্রা শুরু করবে ভারত। তাছাড়াও দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে হবে শুভমনদের। অন্যদিকে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে অংশ নেবে ভারত।

অবশ্যই পড়ুন: ফিরছেন না গম্ভীর! ইংল্যান্ডে ভারতীয় দলকে পথ দেখাবেন এই মহারথী

প্রসঙ্গত, ভারতের পাশাপাশি 2025-27 বিশ্বকাপ চক্রে অস্ট্রেলিয়াকে অংশ নিতে হবে 22 ম্যাচে, একইভাবে দক্ষিণ আফ্রিকাকে খেলতে হবে 14 ম্যাচে। অন্যদিকে ইংল্যান্ডের 21টি, ওয়েস্ট ইন্ডিজের 14টি, শ্রীলঙ্কার 12টি, নিউজিল্যান্ডের 16টি, বাংলাদেশের 12টি ও পাকিস্তানের 13টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই গোটা চক্রে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥