বিয়ে করছেন IPL-র সবচেয়ে সুন্দরী মালকিন! কাব্য মারানের হবু স্বামীর পরিচয় …

Published on:

Who is SRH team owner Kavya Maran marrying

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিয়ে করতে চলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে সুন্দরী মালকিন (SRH Team Owner)। হ্যাঁ, চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের মহিলা পরিচালক তথা মালকিন কাব্য মারান খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। জানা যাচ্ছে, চলচ্চিত্র জগতের এক স্বনামধন্য সংগীতশিল্পীর সাথে সাত পাকে বাঁধা পড়বেন কাব্য। কে তিনি? ভারতীয় সংগীত জগতে আদতে কতটা নাম ডাক তাঁর? জেনে নিন।

কাকে বিয়ে করছেন কাব্যা?

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে যা খবর, ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় সংগীত শিল্পী অনিরুদ্ধ রবিচন্দরের সাথে সাংসারিক জীবনে পদার্পণ করতে চলেছেন SRH দলের মালকিন তথা 410 কোটির অধিকারিনী কাব্য। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বিগত কয়েক বছর ধরেই একে অপরকে ডেট করছেন কাব্যা ও অনিরুদ্ধ। জানা গিয়েছে, এই দুজনের বিবাহ নিয়ে নাকি সুপারস্টার রজনীকান্তও নাকি ব্যাপক উৎসাহিত।

ক্যাবা মারানের হবু স্বামীর সম্পদের পরিমাণ

SRH মালকিনের বিবাহের খবর কানে আসতেই অনেকেই জানতে চাইছেন ক্যাবা যাঁর গলায় মালা দেবেন সেই জনপ্রিয় সংগীতশিল্পীর ব্যক্তিগত সম্পদের পরিমাণ কত? সেই সূত্রে বলি, হায়দরাবাদ দলের মালকিন মারানের হবু স্বামী অনিরুদ্ধ ভারতের অন্যতম ধনী শিল্পপতিদের মধ্যে একজন। তবে জানা গিয়েছে, সম্পত্তির দিক থেকে SRH দলের মালকিনের মোট সম্পত্তির ধারেকাছেও নন তিনি।

খোঁজ নিয়ে জানা গেল, কাব্যার বর্তমান সম্পত্তির পরিমাণ 410 কোটি। বর্তমানে SRH দলের সহ মালকিন ও CEO তিনি। তবে যদি কাব্যার বাবা কালানিধি মারানের কথা বলা হয় সেক্ষেত্রে সান টিভি নেটওয়ার্কের মালিক কালানিধির মোট সম্পত্তির পরিমাণ প্রায় 19,000 কোটি টাকা। সেই তুলনায় কাব্যার হবু স্বামী তথা একাধারে সংগীত শিল্পী ও মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ অনেকটাই কম। জানা গিয়েছে, সুপারস্টার রজনীকান্তের ছবিতে গান সুর করা এই মিউজিক ডিরেক্টরের বর্তমান সম্পত্তির পরিমাণ 50 কোটি টাকার কাছাকাছি। যা কাব্যার মোট সম্পত্তির কাছে নস্যি!

অবশ্যই পড়ুন: গিল, রাহুল যা পারেনি, তা করল শার্দুল! ইংল্যান্ডের ভয় বাড়াল টিম ইন্ডিয়ার অলরাউন্ডার

উল্লেখ্য, কাব্যার হবু স্বামী বলে যাঁকে দাবি করা হচ্ছে সেই অনিরুদ্ধ কিন্তু জনপ্রিয়তা পেয়েছিলেন Why This Kolaveri Di গান তৈরির মাধ্যমে। শুধু তাই নয়, 2023 সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের জাওয়ান ছবিতেও মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি। যার জন্য পারিশ্রমিক বাবদ 10 কোটি পকেটে পুরেছিলেন অনিরুদ্ধ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥