ইরান-ইজরায়েলের যুদ্ধের জের, ভারতে দাম কমতে চলেছে চালের

Published on:

rice price

সহেলি মিত্র, কলকাতা: ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের মাঝেই চালের দাম (Rice Price) নিয়ে সামনে এল বড় খবর। ভারতে আচমকা দাম কমতে পারে চালের। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। যত সময় এগোচ্ছে ততই ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। উভয় দেশই যুদ্ধের পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে, তাহলে আগামী সময়ে অনেক জিনিসের দাম বেড়ে যেতে পারে। তবে, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার মধ্যে, ভারতের জন্য একটি জিনিসও সস্তা হতে পারে। আর সেটা হল চাল। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

দাম কমতে পারে বাসমতি চালের

যুদ্ধকালীন পরিস্থিতিতে বিগত দুই মাসে বাসমতি চালের দাম ১৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর সবচেয়ে বড় কারণ ছিল বিদেশে, বিশেষ করে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান রপ্তানি। কিন্তু এখন এই বৃদ্ধি থামানো হতে পারে, কারণ ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা। ইরানে রপ্তানি হ্রাস পেতে পারে। APEDA বা কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ অনুসারে, ভারত থেকে বাসমতি চাল কেনার ক্ষেত্রে ইরান তৃতীয় বৃহত্তম দেশ। ২০২৪-২৫ অর্থবছরে, ভারত ইরানে প্রায় ৬,৩৭৪ কোটি টাকার বাসমতি চাল রপ্তানি করেছে, যা মোট রপ্তানির প্রায় ১২.৬ শতাংশ।

আরও পড়ুনঃ ঘুরল খেলা, রথের আগে অনেকটাই দাম কমল সোনার, রুপো নিয়ে দুঃসংবাদ! আজকের রেট

গত কয়েক মাসে, যখন ভারতে বাসমতি চালের দাম প্রতি কেজি ৭৫ থেকে ৯০ টাকায় নেমে আসে, তখন পশ্চিম এশিয়ার দেশগুলি এবং ইরান প্রচুর পরিমাণে এটি কিনে নেয়। এর ফলে স্বাভাবিকভাবেই রপ্তানি বৃদ্ধি পায় এবং পরে দামও বেড়ে যায়। এক মাস আগে পর্যন্ত প্রতি টন ৯৫০-১০০০ ডলারে রপ্তানি হচ্ছিল, কিন্তু এখন তা ৯০০-৯৫০ ডলারে নেমে এসেছে। আগামী দিনে এই দাম আরও কমার সম্ভাবনা।

দাম কী ফের বাড়তে পারে?

যদি ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় অথবা বিশ্বস্তরে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসে, তাহলে বাসমতি চালের দাম আবার বাড়তে পারে। তবে বর্তমানে আশা করা হচ্ছে যে দাম কিছুটা কমতে পারে এবং বাজার স্থিতিশীল থাকতে পারে। তবে আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥