৩,০০০ কোটির চুক্তি! আফ্রিকায় ১৫০টি মেক ইন ইন্ডিয়া লোকোমোটিভ পাঠাচ্ছে রেল

Published:

India is sending 150 locomotives worth Rs 3000 crore to Africa
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের বিভিন্ন দেশে ট্রেনের যন্ত্রাংশ ও কোচ রপ্তানি করার কথা বহু আগেই জানিয়ে দিয়েছিল ভারতীয় রেল। এবার সেই সূত্র ধরেই, আফ্রিকার দেশ গিনিতে 3,000 কোটি টাকার 150টি লোকোমোটিভ পাঠাতে চলেছে ভারত (India)। সোমবার এই খবর নিশ্চিত করেছে ভারতীয় রেল মন্ত্রণালয়।

দেশীয় লোকোমোটিভ চলে যাচ্ছে আফ্রিকায়

গতকাল অর্থাৎ সোমবার ভারতীয় রেলের এক মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, দেশের মাটিতে তৈরি মেক ইন ইন্ডিয়া লোকোমোটিভগুলি ভারতের সিমান্দৌ লৌহ আকরিক প্রকল্প সাইটে ব্যবহারের জন্য তৈরি হয়েছে। বিহারের মারহোরায় অবস্থিত রেলওয়ে লোকোমোটিভ কারখানা থেকে 150টি ইভোলিউশন সিরিজ ES43ACmi লোকোমোটিভ সরবরাহ করার পরিকল্পনা চলছে।

ওই মুখপাত্র আরও বলেন, চলতি আর্থিক বছরে আফ্রিকার দেশে 37টি লোকোমোটিভ রপ্তানি করা হবে। এবং পরবর্তীতে দ্বিতীয় ভাগে আরও 82টি লোকোমোটিভ চলে যাবে আফ্রিকার দেশ গিনিতে। রেলের ওই কর্মকর্তা স্পষ্ট জানান, এই দুই ভাগে লোকোমোটিভ পাঠানোর পর তৃতীয় আর্থিক বছরে বাকি 31টি লোকোমোটিভ রপ্তানি করবে ভারত।

লোকোমোটিভগুলির বৈশিষ্ট্য

ভারতীয় রেলের ওই মুখপাত্র জানিয়েছেন, বিদেশে রপ্তানি হতে যাওয়া দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রেনের ওই লোকোমোটিভে শীততাপ নিয়ন্ত্রিত ক্যাব থাকবে। অর্থাৎ ট্রেন চালকের বগি সম্পূর্ণ শীতলার নিয়ন্ত্রিত হবে। ওই রেল কর্তা বলেন, প্রতিটি লোকোমোটিভে একটি করে ক্যাব থাকবে এবং দুটি লোকমোটিভ একসাথে সর্বোচ্চ গতিতে 100টি ওয়াগন নিয়ে ছুটতে পারবে।

ওই মুখপাত্রের বক্তব্য, বিদেশে রপ্তানি হতে যাওয়া রেলের ওই লোকোমোটিভগুলি তৈরির জন্য বিহারের মারহোড়া কারখানায় তিন ধরনের ট্র্যাক, ব্রডগেজ, স্ট্যান্ডার্ড গেজ ও কেপগেজ স্থাপন করা হয়েছে। এছাড়াও 4,500 HP লোকোমোটিভগুলি অল্টারনেটিং কারেন্ট প্রোপালশন, রিজেনারিটিভ ব্রেকিং, মাইক্রোপ্রসেসর ভিত্তিক নিয়ন্ত্রণ ক্ষমতা এবং মডুলার আর্কিটেকচার দ্বারা সজ্জিত।

অবশ্যই পড়ুন: পেটের টানে মহারাষ্ট্রে গিয়েই বিপদ! বাংলার শ্রমিক দম্পতিকে পাঠানো হল বাংলাদেশে

একই সাথে লোকোমোটিভগুলিতে অগ্নি সনাক্তকরণ ও নির্বাপন ব্যবস্থা, রিফ্রেজারেট, মাইক্রোওয়েভ এবং ওয়াটার লেস টয়লেট সিস্টেমের মতো একাধিক আধুনিক সুবিধা রাখা হয়েছে। ওই মুখপাত্রের সংযোজন, সিঙ্ক্রোনাইজ অপারেশন ও উন্নত মালবাহী পরিচালনার জন্য এই লোকোমোটিভগুলিতে ডিস্ট্রিবিউটেড পাওয়ার ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম বা DPWCS লাগানো রয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join