বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন মরসুমের আগে নানান প্রতিবন্ধকতা কাটিয়ে দল গোছাতে এক প্রকার হিমশিম খাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)! প্রতিবেশী মোহনবাগানের অর্থজোরের কাছে বারংবার ধাক্কা খেতে হচ্ছে লাল হলুদকে। তবে এবার ধাক্কাটা আসতে চলেছে ভিন রাজ্য থেকে! হ্যাঁ! সূত্রের খবর, নতুন মরসুম শুরুর আগেই ইস্টবেঙ্গলের সংসার ভাঙতে পারে মুম্বই সিটি এফসি। শোনা যাচ্ছে, লাল হলুদের নজরকাড়া ফুটবলারকে কিনে নিতে চাইছে মহারাষ্ট্রের ক্লাব।
ইস্টবেঙ্গলের আদরের ছেলেকে কেড়ে নেবে মুম্বই!
বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, লাল হলুদের নতুন বিদেশি সই করানোর আবহে এবার ইস্টবেঙ্গলের অতি পরিচিত ফুটবলার পিভি বিষ্ণুকে ছক করে দলে টানতে চাইছে মুম্বই সিটি এফসি। খোঁজ নিয়ে জানা গেল, লাল হলুদের এই ফুটবলের সাথে নাকি ইতিমধ্যেই যোগাযোগ করার চেষ্টা করেছে মুম্বই। এদিকে ইস্টবেঙ্গলের সাথে বিষ্ণুর চুক্তি রয়েছে আগামী বছরের মে মাস পর্যন্ত।
ফলত, প্রশ্ন উঠছে, মুম্বই চাইলেই কি বিষ্ণুকে ছেড়ে দেবে ইস্টবেঙ্গল? সহজ ভাষায় বলতে গেলে একেবারেই না। কেননা, গত মরসুমে একমাত্র পিভি বিষ্ণুই লাল হলুদের হয়ে জাতের খেলা দেখিয়েছিলেন। তাছাড়াও দলের ভরাডুবির মাঝে ইন্ডিয়ান সুপার লিগে অনবদ্য পারফরমেন্স দেখিয়ে নানা মহল থেকে প্রশংসা কুড়িয়ে নেওয়ার পাশাপাশি একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন বিষ্ণু।
ফলত বলাই যায়, তাঁর মতো একজন তুখোড় ও ভাল মানের স্ট্রাইকারকে কখনই ছাড়তে চাইবে না ইস্টবেঙ্গল, এদিকে বিষ্ণুকে দলে নিতে নাকি মরিয়া মুম্বই। কাজেই শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায় সেদিকে চোখ রয়েছে ফুটবল প্রেমীদের। তবে বিশেষজ্ঞরা যেটা বলছেন, লাল হলুদে নিজের অসামান্য দক্ষতা প্রদর্শনের কারণে, বিষ্ণুকে দলে রেখে দিতে একেবারে শেষ লব্ধ পর্যন্ত চেষ্টা করবেন ইস্টবেঙ্গল কর্তারা।
অবশ্যই পড়ুন: শত্রু হলেও পাকিস্তান, চিন, তুর্কি থেকে অনেক আমদানি করে ভারত! তালিকায় কী কী?
প্রসঙ্গত, গত এপ্রিলে দলবদলের বাজারে ছড়িয়ে পড়েছিল বড় খবর। শোনা গিয়েছিল, ইস্টবেঙ্গলের স্ট্রাইকার পিভি বিষ্ণুকে নাকি সই করাতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে খেলোয়াড়ের সাথে লাল হলুদের চুক্তি থাকায় সেই পথে আর বেশি হাঁটেনি সবুজ মেরুন। তবে এবারে যদি কোনও কারণে বিষ্ণুকে ছেড়ে দেয় ইস্টবেঙ্গল, সেক্ষেত্রে আনোয়ার কান্ডের পুনরাবৃত্তি হতে পারে বলেই মনে করছেন অনেকে। কাজেই, লাল হলুদ যদি ভারতীয় ফুটবলারকে স্বইচ্ছায় ছেড়ে দেয় তবে বিষ্ণুকে দলে নিতে মুম্বইয়ের পাশাপাশি ময়দানে নামবে মোহনবাগানও, যেই চিত্রটা কার্যত নিশ্চিত!