এক সপ্তাহেই আম্বানির ক্ষতি ২১৫১৬০০০০০০০ টাকা! ওদিকে খেল দেখাচ্ছে টাটা

Published:

Mukesh Ambani
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের শেয়ার বাজার গত এক সপ্তাহ একেবারে মুখ থুবড়ে পড়েছে! বিনিয়োগকারীদের মুখে তেমন হাসি ফোটাতে পারেনি কোনও সংস্থা! আর তারই মধ্যে TCS এবং Infosys খেল দেখাল! অন্যদিকে বিরাট ধাক্কা খেল মুকেশ আম্বানি (Mukesh Ambani)! কারণ তার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এক সপ্তাহেই 21,516.63 কোটি টাকা হারিয়েছে!

মোট ক্ষতি 1.65 লক্ষ কোটিরও বেশি

গত এক সপ্তাহে ভারতের শেয়ার বাজারে শুধু হতাশা! সূত্র বলছে, দেশের সর্বোচ্চ দশটি মূল্যবান কোম্পানির মধ্যে আটটিই মুখ থুবড়ে পড়েছে। এমনকি বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে। আর মোট ক্ষতির পরিমাণই প্রায় 1,65,501.49 কোটি টাকা। বলে রাখি, এর মধ্যে সেন্সেক্স পতন হয়েছে 1070.39 পয়েন্টে।

কোন কোম্পানি কত মূলধন হারালো?

রিপোর্ট বলছে-

  • রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 21,516.63 কোটি টাকা মূলধন হারিয়েছে। ফলে তাদের এখন বাজার মূল্য দাঁড়িয়েছে 19,31,963.46 কোটি টাকা।
  • HDFC ব্যাঙ্ক হারিয়েছে 47,075.97 কোটি টাকা।
  • ভরতী এয়ারটেল হারিয়েছে 15,481.22 কোটি টাকা। এখন তাদের বাজার মূলধন দাঁড়িয়েছে 10,50,413.33 কোটি টাকা।
  • স্টেট ব্যাঙ্কও 18,250.85 কোটি টাকা বাজার মূল্যবান হারিয়েছে। 
  • ICICI ব্যাঙ্ক লস খেয়েছে 30,677.44 কোটি টাকা। 
  • হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের ক্ষতি হয়েছে 16,388.40 কোটি টাকা।

আরও পড়ুনঃ গ্রাহকদের বড় ঝটকা দিল SBI! এইসব কার্ডহোল্ডাররা আর পাবেন না বীমার সুবিধা

লাভবান হল কারা?

অন্যদিকে যখন শীর্ষ সংস্থাগুলির টালমাটাল অবস্থা, তার মধ্যে TCS এবং Infosys বিনিয়োগকারীদের মুখে বিরাট হাসি ফুটিয়েছে। হ্যাঁ, TCS 22,215.06 কোটি টাকা মুনা অর্জন করেছে। ফলে তাদের এখন বাজার মূল্য দাঁড়িয়েছে 12,47,190.95 কোটি টাকায়। ওদিকে Infosys 15,578.30 কোটি টাকা যোগ করে বাজার মূল্য নিয়ে গিয়েছে 6,65,318.03 কোটি টাকায়।

তবে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, সাম্প্রতিক মূল্যবৃদ্ধির জেরে বাজারের ওঠানামা এবং আন্তর্জাতিক অস্থিরতা এই শেয়ারের পতনে বিরাট ভূমিকা রেখেছে। এমনকি সঙ্গে রয়েছে ডলারের শক্তিশালী হওয়া এবং রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতির প্রভাব।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join