বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ পেটে বিভৎস যন্ত্রনা। বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা ওরফে CAB প্রেসিডেন্ট (CAB President) স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে খবর, মহারাজের দাদার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
কী হয়েছিল CAB প্রধানের?
জানা যাচ্ছে, সোমবার রাত থেকেই পেটে প্রচন্ড যন্ত্রণা অনুভব করেছিলেন স্নেহাশিস বাবু। গতকাল রাতে নাকি মুখে এক ফোঁটাও খাবার তোলেননি তিনি। পরবর্তীতে যন্ত্রণার কথা পরিবারের সদস্যদের জানান স্নেহাশিস। সূত্রের খবর, প্রথমদিকে পেটে যন্ত্রণার বিষয়টিকে হালকা ভাবেই নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা। তবে পরবর্তীতে যন্ত্রণা বাড়লে পরদিন সকালে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য
CAB প্রেসিডেন্টকে দীর্ঘ পর্যবেক্ষণের পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমানে পেটে যন্ত্রণা কিছুটা কমেছে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে 24 ঘন্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
কলকাতার ওই বেসরকারি হাসপাতালের তরফে আরও বলা হয়, আপাতত স্নেহাশিস বাবুকে নিয়ে ভয়ের কোনও কারণ নেই। তবে পরবর্তীতে CAB প্রধানের শারীরিক অবস্থা খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেবে চিকিৎসক মন্ডলী।
দাদাকে দেখতে হাসপাতালে সৌরভ
রাতে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল ঠিকই তবে মঙ্গলবার সকালে হাসপাতালে পৌঁছতে হৃদযন্ত্রের ধুকপুকুনি ও পেটে যন্ত্রণা কিছুটা ঠিক হয়েছে। এরই মাঝে খবর পাওয়া যাচ্ছে, দাদাকে দেখতে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট তথা ভাই সৌরভ গঙ্গোপাধ্যায়।
অবশ্যই পড়ুন: সিরিজ শুরুর আগেই শক্তি বাড়ল ভারতের! ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ায় এন্ট্রি KKR তারকার
প্রসঙ্গত, হাসপাতালে ভর্তির আগের মুহূর্ত পর্যন্ত বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ নিয়ে ব্যস্ত ছিলেন স্নেহাশিস। সেই আসরে প্রতিদিন ছেলে-মেয়েদের ম্যাচ থাকায় সময় দিতে হচ্ছিল তাঁকে। তবে এরই মাঝে শারীরিক অসুস্থতা নিয়ে হঠাৎ CAB প্রেসিডেন্টের হাসপাতালে ভর্তি হওয়া যথেষ্ট বেগ দিয়েছে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের বাকিদের।