‘ভারত কখনও মধ্যস্থতা মানেনি, আর মানবেও না!’ ট্রাম্পকে কড়া বার্তা মোদীর

Published:

Narendra Modi
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত কখনও মধ্যস্থতা নীতি মেনে নেয়নি, আর নেবেও না! এবার আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)! কোনও কূটনৈতিক ভাষা নয়, বরং সোজাসাপ্টা নিজের ভাবমূর্তি প্রকাশ করলেন এবার খোদ প্রধানমন্ত্রী!

আসলে G7 বৈঠকের মাঝেই ফোনালাপ হয়েছিল দুই রাষ্ট্রনেতার। প্রায় 35 মিনিট ধরে কথোপকথন হয়েছিল বলেই খবর। আর সেখানেই মোদি জানান, ভারত-পাক সংঘর্ষ বিরতিতে আমেরিকা কোনও ভূমিকা নেয়নি! আর সে বিষয়ে কোনো বিতর্কের দরকারও নেই!

হঠাৎ ফোনেই বদলে গেল সবকিছু

সূত্রের খবর, ডোনাল্ড ট্রাম্পের আগ্রহের বশে পড়েই এই ফোনালাপের সূচনা। যদিও এপ্রিল মাসের জঙ্গি হামলার পর একবার দুজনের মধ্যে কথোপকথন হয়েছিল। বলে রাখি, এর আগে বারবার ট্রাম্প দাবি করেছিল, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতিতে তিনি মধ্যস্থতা করেছিল। ফলে মোদিও এবার চুপ থাকলো না। সোজাসাপ্টা জবাব দিয়ে দিলেন ট্রাম্পকে।

বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, ফোনে ট্রাম্প জানতে চেয়েছিল অপারেশন সিঁদুর সম্পর্কে। প্রধানমন্ত্রী তার বিস্তারিত ব্যাখ্যাও করেন। তিনি জানান, গত 7 মে ভোররাতে ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দেয়। এমনকি সাধারণ নাগরিকের উপর কোনও আঁচ পড়েনি। শুধুমাত্র সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করেই তাদের এই অভিযান। 

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের সোনায় সোহাগা, ফের কমল হলুদ ধাতুর দাম! রুপো নিয়ে দুঃসংবাদ! আজকের রেট

মধ্যস্থতা নিয়ে মোদির বার্তা

মোদি সরকার এদিন স্পষ্ট করে দেন যে, এই সেনা অভিযানের সময় কিংবা তার পরবর্তী সংঘাতে আমেরিকার সঙ্গে কোনোরকম ট্রেড হয়নি। এমনকি মধ্যস্থতার কোনও প্রশ্ন ওঠেও না। তিনি আরো বলেন যে, ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোন সামরিক বা কূটনৈতিক আলোচনা হলে, তা দুই দেশের ব্যাপার। তৃতীয় পক্ষের কোনও জায়গা এখানে নেই।

বিশেষ করে সন্ত্রাসবাদ নিয়ে খোদ প্রধানমন্ত্রী ট্রাম্পকে জানিয়েছিলেন, ভারত এখনো সন্ত্রাসবাদকে যুদ্ধ হিসেবেই দেখছে। আর অপারেশন সিঁদুর এখনো শেষ নয়। অর্থাৎ, ভারত যে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে, তা কোনও দেশ বা শক্তির চাপে বন্ধ হবে না। এমনই হুঁশিয়ারি মোদির।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join