৩০ সেপ্টেম্বর ডেডলাইন, ১০০ ও ২০০ টাকার নোট নিয়ে বিরাট সিদ্ধান্ত RBI-র

Published on:

Reserve Bank of India issues major guidelines on Rs 100 and Rs 200 notes

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 100 ও 200 টাকার নোট নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। বিগত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের ATM মেশিনে 100 ও 200 টাকার নোট না পাওয়ায় যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছিল গ্রাহকদের।

বেশিরভাগেরই অভিযোগ, ATM গুলিতে গেলেই 500 টাকার নোট বের হয়! এবার সেই সমস্যার সমাধান করতে কোমর বাঁধলো RBI। আসলে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্ক RBI-র নির্দেশিকা অনুযায়ী কাজ করে। ফলত, সেই সূত্র ধরেই এবার 100 ও 200 টাকার নোট নিয়ে বড় নির্দেশিকা দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

100 ও 200 টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত RBI-র

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের তরফে নির্দেশিকা আসে যে, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে দেশের অন্তত 75 শতাংশ ATM মেশিনে পর্যাপ্ত পরিমাণ 100 ও 200 টাকার নোট মজুদ করা হবে। RBI বলেছে, এবার থেকে আর 100 ও 200 টাকার নোট পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হবে না গ্রাহকদের। সেপ্টেম্বর 30 তারিখ থেকেই ভারতের 75 শতাংশ ATM মেশিনে 100 ও 200 টাকার নোট পেয়ে যাবেন বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহক। শোনা যাচ্ছে RBI-র আদেশ মেনেই জোর কদমে চলছে প্রস্তুতি।

73 শতাংশ ATM মেশিনে পাওয়া যাচ্ছে 100 ও 200 টাকার নোট

বেশ কয়েকটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করছে, রিজার্ভ ব্যাঙ্কের কড়া নির্দেশিকা মেনেই নাকি বর্তমানে দেশের প্রায় 73 শতাংশ ATM মেশিনে 100 ও 200 টাকার নোট পাওয়া যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেল, ভারতের সবচেয়ে বড় ক্যাশ ম্যানেজমেন্ট সংস্থা সিএমএস ইনফোসিস্টেম ভারতের 2 লক্ষ 15 হাজার ATM মেশিনের মধ্যে 73 হাজার ATM-এ পর্যাপ্ত পরিমাণ ক্যাশ মজুদ অর্থাৎ ম্যানেজের দায়িত্ব নিয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

RBI-র বড় লক্ষ্য

পুরনো পরিসংখ্যান ঘেঁটে জানা গেল, গত ডিসেম্বর পর্যন্ত দেশের 65 শতাংশ ATM মেশিনে ক্যাশ ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছিল সিএমএস ইনফোসিস্টেম। তবে বর্তমানে সেই সংখ্যাটা অনেকটাই বেড়েছে।

জানিয়ে রাখি, গ্রাহকদের খুচরো নোট সংক্রান্ত সমস্যার কারণে গত এপ্রিলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্দেশিকা জারি করে জানিয়ে দেয় আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে দেশের 75 শতাংশ ATM মেশিন থেকে যাতে 100 ও 200 টাকার নোট পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে ব্যাঙ্কগুলিকে।

অবশ্যই পড়ুন: অবসর নিয়ে আর থাকা গেল না, ইংল্যান্ডে ভারতীয় দলে যোগ দিলেন বিরাট কোহলি!

জানা যাচ্ছে, দেশের মধ্যবিত্ত থেকে প্রান্তিক মানুষের হাতে 100 ও 200 টাকার নোট পৌঁছে দিতে এবার সেই পুরনো নির্দেশিকা ধরে রেখেই 2026 সালের 31 মার্চের মধ্যে ভারতের 90 শতাংশ ATM মেশিনে 100 ও 200 টাকার নোট পাওয়া যাবে বলেই আশ্বাস দিয়েছে RBI!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥