বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ড সিরিজে (India Vs England) টিম ইন্ডিয়ার সাথে নেই রোহিত, বিরাট। কাজেই দুই মহাতারকাহীন দলকে নেতৃত্ব দিতে কিছুটা হলেও ঝক্কি পোহাতে হবে শুভমন গিলকে। যতই হোক, প্রথমবারের জন্য টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছেন তিনি। তবে সিংহভাগেরই দাবি, প্রথমবারের এই সুযোগ একেবারেই নস্যাৎ হতে দেবেন না গিল।
শোনা যাচ্ছে, শুভমনের নেতৃত্বেই ইংল্যান্ডের বিরুদ্ধে একাধিক ইতিহাস গড়ার সুযোগ রয়েছে ভারতের। আর সেসবের মধ্যেই তৈরি হতে চলেছে আরও একটি নতুন ইতিহাস। কেননা, ইংলিশদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার এবারের সফরে রয়েছেন বহু তরুণ ক্রিকেটার। আর এসবের মাঝেই, শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেই একসঙ্গে অভিষেক হতে চলেছে 4 তরুণের।
ইংল্যান্ড সিরিজেই অভিষেক হবে 4 তরুণ ভারতীয়র
অপেক্ষা শেষের পথে। 20 জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট যাত্রা শুরু করছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে লিডসের হেডিংলিতে। আর সেই আসরের আগেই টিম ইন্ডিয়ার প্রথম একাদশ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। আর হবে নাই বা কেন, এবারের ইংল্যান্ড সফরে যে ভারতীয় দলে রয়েছেন একাধিক তরুণ প্রতিভা।
আর সেই সূত্র ধরেই, বহু ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন ভারতীয় দলে থাকা যশস্বী জয়সওয়াল, নীতিশ কুমার রেড্ডি, করুণ নায়ার ও অর্শদীপ সিংরা যদি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পেয়ে যান সে ক্ষেত্রে এবারের সফরেই বড় ইতিহাস লিখে ফেলবে ভারত। কেননা, ইংলিশদের বিরুদ্ধে জায়গা পেলে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাবেন এই চার তরুণ ক্রিকেটার। কাজেই, সেই সুযোগ এই চার তরুণের কাছে বড়সড় মঞ্চ হয়ে উঠতে পারে।
অবশ্যই পড়ুন: ৩০ সেপ্টেম্বর ডেডলাইন, ১০০ ও ২০০ টাকার নোট নিয়ে বিরাট সিদ্ধান্ত RBI-র
আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বা পরবর্তী ম্যাচে এই চার ক্রিকেটারকে একসঙ্গে একাদশে অন্তর্ভুক্ত করা হলে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচটি তাঁদের জন্য অভিষেক ম্যাচসম হবে। কারণটা আগেই জানানো হয়েছে যে, এই প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে চলেছেন জয়সওয়াল সহ 4 তরুণ তুর্কি।