শিলিগুড়িতে ভয়ঙ্কর ডাকাতি! গ্যাস কাটার দিয়ে ATM ভেঙে টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা

Published:

ATM Looted In Siliguri
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: শহরে ঘটে গেল চাঞ্চল্যকর এটিএম লুঠ! গ্যাস কাটার মেশিন দিয়ে এটিএম কেটে লক্ষাধিক টাকা লুঠের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে! ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির চম্পাসারি এলাকায় (ATM Looted In Siliguri)। এইভাবে এটিএম লুঠ করায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। শুরু হয়েছে পুলিশ তদন্ত।

ঘটনাটি কী?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার, শিলিগুড়ির প্রধান নগর থানার চম্পাসারি মোড়ে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে লুটের ঘটনাটি ঘটেছে। গ্যাস কাটার মেশিন দিয়ে বুথের মধ্যে থাকা পরপর দু’টি ATM-এর মেশিন কেটে দুষ্কৃতীরা টাকা লুট করেছে বলে অভিযোগ।

যেহেতু গ্যাস কাটার মেশিন ব্যবহার করা হয়েছিল তার ফলে দু’টি এটিএম মেশিনই পুড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে টাকা লুটের পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে কত টাকা খোয়া গিয়েছে তা এখনও জানা যায়নি।

গাড়ির নম্বর প্লেট পরিবর্তন

সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গিয়েছে, একটি চার চাকার গাড়িতে করে এসেছিল দুষ্কৃতীর দল। কিন্তু ফুটেজ থেকে গাড়ির নম্বর প্লেট পরিবর্তিত ছিল। যেটি তদন্তের খাতিরে বোঝা মুশকিল হয়ে পড়েছিল। তাই ইতিমধ্যেই বিভিন্ন টোল গেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে।

এবং দুষ্কৃতীদের ধরার জন্য প্রতিটি জেলা পুলিশের কাছে সহযোগিতার আর্জি জানিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সতর্ক করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলার প্রতিটি থানার পুলিশকে।

আরও পড়ুন: যুদ্ধ থামানোর কৃতিত্ব! ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া দাবি পাক সেনা প্রধানের

ময়নাগুড়ির ATM কাণ্ড

কিছুদিন আগেই জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্ভুক্ত ময়নাগুড়ি থানা এলাকায় রাতের অন্ধকারে ময়নাগুড়ি-মালবাজার রোডের উপর দুটি এটিএম-এ হানা দেয় দুষ্কৃতীরা। সেখানে মোট ৫৪ লক্ষ ৭১ হাজার ৪০০ টাকা চুরি করে নেয় দুষ্কৃতিরা।

পুলিশের তরফ থেকে গাড়ি বাজেয়াপ্ত করা হলেও দুষ্কৃতীরা বৈকুন্ঠপুরের ঘন জঙ্গলে চম্পট দিয়েছে। তারপরেই সমস্ত জঙ্গল জুড়ে খোঁজা হলে অবশেষে ভিন রাজ্যের দুষ্কৃতীদের ধরা হয়েছে। উদ্ধার হয়েছে ১৫ লক্ষ ৪৮ হাজার টাকা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join