প্রীতি পোদ্দার, কলকাতা: গত শুক্রবার ইরানের পরমাণুকেন্দ্র লক্ষ্য করে ইজ়রায়েল হামলা চালানোর পর দু’দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি ক্রমে জটিল হতে শুরু করেছে। এই অবস্থায় ইরানে থাকা ভারতীয়দের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর নয়াদিল্লি। তাই তাঁদের প্রাণ রক্ষার্থে এবার শুরু হল “অপারেশন সিন্ধু” (Operation Sindhu)। মূলত ইরান থেকে ভারতীয় নাগরিকদের বের করে আনতেই এই অভিযান নয়াদিল্লির।
অপারেশন সিন্ধু
গতকাল অর্থাৎ বুধবার, ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে জানানো হয়েছে ইরান ইজরায়েলের যুদ্ধ সংঘর্ষে ‘অপারেশন সিন্ধু’র প্রাথমিক পর্যায়ে, ইতিমধ্যে ১১০ জন ভারতীয় পড়ুয়াকে ইরানের উত্তর প্রান্ত থেকে বের করে আনা হয়েছে। তাঁদের সঙ্গে যোগাযোগ করেন ইরানে ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা। ইরান সীমান্ত পেরিয়ে মঙ্গলবার তাঁদের নিরাপদে নিয়ে যাওয়া হয় আর্মেনিয়ায়। সেখান থেকে পড়ুয়াদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে।
বিবৃতি প্রকাশ বিদেশ মন্ত্রকের
বিবৃতি সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকদের সঙ্গে ছিলেন ইরান এবং আর্মেনিয়ায় ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা। গতকাল সেখান থেকে একটি বিশেষ বিমানে পড়ুয়াদের নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই ১১০ জনকে দিল্লিতে পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে বিগত এক সপ্তাহ ধরে ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ বাড়ছিল নয়াদিল্লিতে। তাঁদের পরিবারের তরফে ক্রমেই আসছিল ভারতে ফিরিয়ে নিয়ে আসার চাপ।
শেষ পর্যন্ত একাধিক বৈঠক এবং আলোচনার পর ইরান ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই গত সোমবার থেকে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের আর্মেনিয়া হয়ে ইরান থেকে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। এবং ইরানে থাকা ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করে তেহরানের ভারতীয় দূতাবাস। এরপরেই অপারেশন সিন্ধুর (Operation Sindhu) তোড়জোড় শুরু হয়। যার ফলে এবার ইরানে আটকে থাকা সকল ভারতীয়ই নিরাপদে ফিরতে চলেছে।
আরও পড়ুন: যুদ্ধ থামানোর কৃতিত্ব! ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া দাবি পাক সেনা প্রধানের
ইরানে কত সংখ্যক ভারতীয় থাকেন?
উল্লেখ্য, ইরানে প্রায় চার হাজারেরও বেশি ভারতীয় নাগরিক বসবাস করেন। যাঁদের মধ্যে প্রায় অর্ধেকই শিক্ষার্থী। আবার এই বিপুল শিক্ষার্থীর সিংহভাগই বসবাস করে জম্মু ও কাশ্মীরে। এই প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের ছাত্র সংগঠনের সভাপতি নাসির খুহামি জানিয়েছেন, কাশ্মীর থেকে সেখানে পড়তে যাওয়া অধিকাংশ পড়ুয়াই ইরানের উর্মিয়া মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পড়েন। অন্যদিকে ইরান-ইজ়রায়েল উত্তেজনার পারদ ক্রমে চড়ছে। ইতিমধ্যে ৬০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতি বেশি হয়েছে ইরানেরই।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।