বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামীকাল থেকেই শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে বহু অপেক্ষিত 5 টেস্টের সিরিজ (India Vs England)। সেই মতোই জোর কদমে প্রস্তুতি সারছেন টিম ইন্ডিয়ার ছেলেরা। এমতাবস্থায় হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভেসে এল বড় খবর। শোনা যাচ্ছে, ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড সফরে যাওয়া অভিজ্ঞ বোলার মুকেশ কুমার দেশে ফিরেছেন। হ্যাঁ, শুভমন গিলের টিম ইন্ডিয়ায় জায়গা হয়নি তাঁর।
আর সে কারণেই এবার দেশে ফিরতেই সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি শেয়ার করেছেন মুকেশ। ভারতীয় পেসারের ওই স্টোরিতে লেখা হয়েছে, কর্ম সময়ের অপেক্ষায়। আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে। কর্মের ক্ষমা হয় না… টিম ইন্ডিয়ার অন্যতম ভরসাযোগ্য বোলার তথা বাংলা দলের হয়ে খেলা তারকার এমন পোষ্টের পরই তোলপাড় হয়ে যাচ্ছে, নেট দুনিয়া। হঠাৎ কেন এমন পোস্ট মুকেশের? বেশিরভাগেরই দাবি, ইংল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলে সুযোগ না পাওয়ায় গম্ভীরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তিনি!
গম্ভীরকে নিশানা করে পোস্ট মুকেশের?
ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ডে পৌঁছেছিলেন মুকেশ কুমার। তবে দুর্ভাগ্য, যোগ্যতা থাকা সত্ত্বেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রধান দলে জায়গা হল না তাঁর! ফলত, এ দলের অন্যান্য ক্রিকেটারদের সাথেই দেশে ফিরে এসেছেন বাংলা দলের হয়ে খেলা এই ক্রিকেটার! আর তারপরই সোশ্যাল মিডিয়ায় মনের আকুতি প্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার বোলার। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মুকেশ লিখেন, কর্ম সময়ের অপেক্ষায়। আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে। কর্মের ক্ষমা হয় না… প্রতিশোধ নেওয়া হবে। কুমারের এমন পোস্টের পরই একপ্রকার সরগরম নেট দুনিয়া।
আসলে টিম ইন্ডিয়ার হয়ে বহুবার নিজের যোগ্যতা প্রমাণ করা সত্ত্বেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রধান দলে জায়গা হল না তাঁর! হয়তো সেই কারণেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মনের মধ্যে লুকিয়ে থাকা ক্ষোভ ও দুঃখের সংমিশ্রণে ওই স্টোরিটি শেয়ার করেছেন ভারতীয় খেলোয়াড়, এমনটাই মনে করছেন নেট দুনিয়ার অনেকে। শুধু তাই নয়, বহু ভারতীয় সমর্থকের দাবি, ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ডে যাওয়ার পরও দেশে ফিরে আসতে হয়েছে তাঁকে!
এদিকে এ দলে খেলা ভারতীয় পেসার হর্ষিত রানা যিনি মূলত গম্ভীরের প্রিয় পাত্র হিসেবে পরিচিত, তাঁকেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা দেওয়া হয়েছে। ফলত, সব মিলিয়ে রানার জায়গা হলেও জাতীয় দলে মুকেশের জায়গা না হওয়াটা হয়তো গম্ভীরেরই চক্রান্ত, বিশেষত এমন মন্তব্যই ভেসে আসছে নেট মহলে। যদিও এ বিষয়ে মুকেশের তরফে কোনও রকম বক্তব্য আসেনি।
অবশ্যই পড়ুন: শালিমার নয়, অন্য স্টেশন থেকে ছাড়বে করমণ্ডল ও ধৌলি এক্সপ্রেস!, ঘোষণা রেলের
মুকেশ ও রানার পারফরমেন্স
ইংল্যান্ড সফরে ভারতীয় এ দলের হয়ে রানার থেকেও বেশি উইকেট তুলেছেন মুকেশ কুমার, কিন্তু তা সত্ত্বেও জাতীয় দলে সুযোগ হয়নি তাঁর! বিষয়টিকে গম্ভীরের পক্ষপাতিত্ব বলেই দেখছেন অনেকে। বলে রাখি, ভারতীয় এ দলের হয়ে ইংলিশদের মাটিতে 25 ওভারে 92 রান দিয়ে 3 উইকেট ভেঙেছেন মুকেশ, অন্যদিকে 27 ওভারে 95 রান খরচ করে মাত্র 1টি উইকেট পেয়েছেন রানা। কিন্তু তা সত্ত্বেও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে ঠাঁই হয়েছে তাঁর, হয়তো এমন দ্বিচারিতা থেকেই ইনস্টাগ্রামে আবেগঘন স্টোরি শেয়ার করলেন মুকেশ!