বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশে (Bangladesh) ইউনূসের অধ্যায় শেষ! আর চলবে না অন্তর্বর্তীকালীন সরকারের জারিজুড়ি! খুব শীঘ্রই পালাবদল হবে ওপার বাংলার রাজনীতিতে। এবার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার বসবে পদ্মা পাড়ের মসনদে। তবে তার আগে বাংলাদেশের রাজনীতিতে আসতে চলেছে বড় বদল! ঘটবে নতুন কিছু!
জানা যাচ্ছে, দীর্ঘ 17 বছর পর এবার ওপার বাংলার মাটিতে পা রাখতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র। হ্যাঁ, এবার তাঁকে নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। খোঁজ নিয়ে জানা গেল, ইউনূসকে সরিয়ে নাকি সেই বিশেষ ব্যক্তিকেই প্রধানমন্ত্রী করার পরিকল্পনা রয়েছে ওদেশের বাসিন্দাদের!
বাংলাদেশে পা পড়ছে বিশেষ ব্যক্তির
বেশ কয়েকটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করছে, নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বাংলাদেশে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই দীর্ঘ অপেক্ষা কাটিয়ে ওপার বাংলায় পা পড়তে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বাংলাদেশ ন্যাশনাল পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, আগামী জুলাইতেই দেশে ফিরবেন তিনি।
আর তার আগেই, ও দেশে শুরু হয়েছে ওলট পালট রাজনীতি! শোনা যাচ্ছে, তারেক দেশে ফিরতেই তলপি তলপা গুটিয়ে ফেলতে হবে ইউনূসকে! জানা যাচ্ছে, দীর্ঘ 17 বছর পর বিদেশ থেকে বাংলাদেশে ফিরতেই খুব সম্ভবত ডিসেম্বরে কীভাবে জাতীয় নির্বাচনে আয়োজন করা যায় সেদিকেই নজর দেবেন তারেক। অনেকেই মনে করছেন, মহম্মদ ইউনূস জামানা শেষ হতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সিংহাসনে বসতে পারেন তারেক রহমান।
অবশ্যই পড়ুন: বিরাট প্রোজেক্ট, আমূল বদলে যাবে ভারতের অর্থনীতি! এবার হাত মেলাচ্ছে আম্বানি, ট্রাম্প
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হবেন তারেক?
সদ্য লন্ডন সফরে গিয়ে বাংলাদেশ ন্যাশনাল পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের সাথে বৈঠক করে এসেছেন ওপার বাংলার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তবে তাতে যে মোম গলেনি, সে বিষয়টা আরও স্পষ্ট হয়ে গিয়েছে তারেকের বাংলাদেশে ফেরার জল্পনার মাঝেই। শোনা যাচ্ছে, জুলাইতে বাংলাদেশে তারেকের পায়ের ধুলো পড়তেই বেজে উঠবে নির্বাচনের দামামা! এ প্রসঙ্গে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তারেক রহমানের বাংলাদেশে ফেরা নিয়ে আর কোনও সন্দেহ নেই। তিনি হঠাৎ করেই দেশে ফিরে আসতে পারেন।
বেশ কয়েকজন বিশেষজ্ঞের দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র দেশে ফিরলে হয়তো তাঁকেই ভবিষ্যতের মুখ হিসেবে নির্বাচনের মাধ্যমে ওপার বাংলার সিংহাসনে বসাবেন বাংলাদেশবাসী! তবে শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে কোনও তৃতীয় শক্তির আগমন ঘটে কিনা সেদিকেও নজর রয়েছে সকলের।