প্রাইভেট জেটে চড়ে ঘোরেন ভারতের এই ৫ ক্রিকেটার! তালিকায় হার্দিক, বিরাট….

Published:

Private Jet
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ফুটবল ইতিহাসে রোনাল্ডো, মেসি কিংবা নেইমারদের ঝুলিতে প্রাইভেট জেট (Private Jet) রয়েছে, এ কথা সবারই জানা! তবে আপনি কি কখনো কল্পনা করেছেন, ভারতের ক্রিকেট দুনিয়াতে এমন পাঁচ ক্রিকেটার রয়েছে, যারা ব্যক্তিগত প্রাইভেট যেটা করে ঘুরে বেড়ায়? হ্যাঁ, ব্র্যান্ড, বিলাসিতা, ব্যাঙ্ক ব্যালেন্স সবদিক থেকেই তারা তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে! কিন্তু কারা সেই পাঁচ ক্রিকেটার? চলুন জেনে নিই।

সচিন তেন্ডুলকর

ক্রিকেট মানেই সচিন! হ্যাঁ, ক্রিকেটের ভগবান নামে তিনিই খ্যাত। খেলা ছাড়লেও কিংবদন্তি ব্যাটসম্যানের আয় আজও থেমে নেই। জানা গেল, 1400 কোটি টাকার মালিক ক্রিকেটের ঈশ্বর সচিনের কাছে রয়েছে বিশ্বের অন্যতম দামী এক প্রাইভেট জেট, যার বাজারদর প্রায় 260 কোটি টাকা।

কপিল দেব

1983 সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব শুধুমাত্র ক্রিকেটে নয়, বরং দেশের ক্রীড়া জগতেই এক ইতিহাস! হ্যাঁ, বর্তমানে তার সম্পদের পরিমাণ প্রায় 110 কোটি টাকা। আর সেই সম্পদের তালিকায় জায়গা করে নিয়েছে এক প্রাইভেট জেট! ব্যবসায়িক ভ্রমণ থেকে শুরু করে স্পোর্টস ইভেন্ট বা বিদেশ ট্যুর, সবকিছুতেই প্রাইভেট জেটের উপর ভরসা করেন তিনি।

মহেন্দ্র সিং ধোনি

ভারতের সর্বকালের সেরা অধিনায়ক তথা ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি ভারতকে তিন-তিনটি আইসিসি ট্রফি জিতিয়েছেন। হ্যাঁ, 2007 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ এবং 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি তার দখলেই। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ 1000 কোটি টাকা ছাড়িয়েছে। আর সেই সম্পদের নিদর্শন এক বিলাসবহুল প্রাইভেট জেট!

বিরাট কোহলি

ভারতের সাবেক অধিনায়ক বর্তমান প্রজন্মের বহু ক্রিকেটারের আইকন! মাঠে তার ব্যাট যেমন কথা বলে, মাঠের বাইরে তার বিলাসবহুল জীবনও খুব একটা কম নয়। 1000 কোটি টাকার মালিক বিরাট কোহলির কাছেও রয়েছে প্রায় 125 কোটি টাকা মূল্যের একটি প্রাইভেট জেট। দেশের যেকোন প্রান্তের বিজ্ঞাপন শুটিং বা ব্রান্ড মিটিংয়ে যেতে তিনি এই প্রাইভেট জেটের উপরেই ভরসা করেন। 

আরও পড়ুনঃ চিনকে ছাড়িয়ে মার্কিন বাণিজ্যে খেল দেখাল ভারত! ধারে পাশে নেই পাকিস্তান

হার্দিক পান্ডিয়া

ভারতের বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া মাঠে যেমন পারফরম্যান্সে নজর কাড়েন, মাঠের বাইরেও তেমন স্টাইলিশ এবং গ্ল্যামারাসে চমক দেখান। লাক্সারি ঘড়ি থেকে শুরু করে ডিজাইনার পোশাক, সবকিছুই তার কাছে জলভাত! খোঁজ নিয়ে জানা গেল, 100 কোটি টাকার মালিক হার্দিক পান্ডিয়ার ঝুলিতেও রয়েছে এক বিলাসবহুল প্রাইভেট জেট।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join