গত ৩ মাসে সর্বনিম্ন! চিন্তা বাড়াচ্ছে রুপির মূল্য

Published on:

Indian Money Pension Scheme,

সৌভিক মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক অস্থিরতার ছায়া এবার ভারতের বাজারে স্পষ্ট! হ্যাঁ, বৃহস্পতিবার ভারতীয় রুপি (Indian Rupee) তিন মাসের মধ্যে সবথেকে দুর্বল জায়গায় পৌঁছল। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কি সরাসরি ইরান-ইজরায়েল সংঘাতে জড়াবে? উঠছে প্রশ্ন! আসলে ভারতীয় রুপি দিনের পর দিন তলানিতে ঠেকছে। 

বলে রাখি, বৃহস্পতিবার দিনের বেলা রুপির মূল্য নেমে গিয়েছিল প্রায় 86.8925-এ, যা মার্চ মাসের পর সবথেকে কম। পরে যদিও কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। তবে দিনের শেষে তা দাঁড়ায় 86.725-এ। ফলে একদিনেই পতন হয়েছে 0.3%।

চড়া তেলের দামে মধ্য প্রাচ্যে আগুন

একদিকে ইজরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র। আর অন্যদিকে ইরান হামলা করেছে ক্ষেপণাস্ত্র, যাতে ধ্বংস হয়েছে ইজরায়েলের একাধিক হাসপাতাল। আর এই হামলার পর প্রশ্ন জাগছে, যুক্তরাষ্ট্র কি এবার এই সংঘাতে জড়াবে?

এমনকি এই উত্তেজনার জেরে বাড়ছে তেলের দাম। ব্রেন্ড ক্রুডের দাম তো 77 ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। অন্যদিকে এক রিপোর্ট বলছে, যদি এই সংখ্যা দীর্ঘস্থায়ী হয়, তাহলে তেলের দাম 75 থেকে 85 ডলার প্রতি ব্যারেলে দাঁড়াতে পারে। এমনকি কেউ কেউ অনুমান করছে, 90 থেকে 75 ডলারে গিয়েও ঠেকতে পারে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

চিন্তা বাড়ছে ভারতের

এদিকে ভারতের আমদানির সবথেকে বড় অংশ ভর করে রয়েছে অপরিশোধিত তেলের উপর। আর বেশ কিছু অর্থনীতিবিদ মনে করছে, প্রতি ব্যারেলে 10 ডলার দাম বৃদ্ধি হলে ভারতের ঘাটতি হতে পারে জিডিপির 0.4 শতাংশ। এই পরিস্থিতিতে শুধু রুপির মূল্য নয়, বরং দেশের অর্থনীতিও তলানিতে ঠেকবে। 

সবথেকে বড় ব্যাপার, শেয়ারবাজারেও পড়ছে নেতিবাচক প্রভাব। নিফটি-50 দিনের শেষে 0.1% তলানিতে ঠেকেছে। ফলে দিনের পর দিন বিনিয়োগকারীদের কপাল চাপড়ানো ছাড়া আর কোনও কিছু করার থাকছে না।

আরও পড়ুনঃ ভারতের বুকে আবারও সোনার ঝলকানি! KGF থেকে ফের উঠবে হাজার হাজার টন হলুদ ধাতু

এগিয়ে আসলো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

যদিও এই ভরাডুবির মাঝেও কিছুটা স্বস্তি দিচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। কারণ তারা সম্প্রতি ডলার বিক্রি করার সিদ্ধান্তের পথে হেঁটেছে। ফলে রুপির মূল্যে আবারও কিছুটা গতি আসতে পারে বলে মনে করছে বেশ কিছু বিশেষজ্ঞ। এখন দেখার ভবিষ্যতে মূল্য কোথায় গিয়ে দাঁড়ায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥