সৌভিক মুখার্জী, কলকাতা: মেসি নাকি রোনাল্ডো (Messi vs Ronaldo), কে সেরা? ফুটবলপ্রেমীদের মধ্যে সবথেকে বিতর্কের দানা বাঁধায় এই এক প্রশ্ন! দুই মহারথী, দুইদিক থেকে সেরা! কেউ বলেন, কারোও শারীরিক ক্ষমতা অতুলনীয়, আবার কেউ বলেন অন্যজন ফুটবল মাঠে অদ্ভুত শিল্পের কারিগর!
তবে এবার সেই বিতর্কে যোগ দিলেন প্রযুক্তি জগৎ দুনিয়ার মহারথী তথা Google-র CEO সুন্দর পিচাই। এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি খোল্লাম-খোল্লা জানিয়ে দেন, তার চোখে গ্রেটেস্ট অফ অলটাইম লিওনেল মেসি!
মেসির ভক্ত সুন্দর, রোনাল্ডোর রক্ত তাঁর ছেলে
ওই সাক্ষাৎকারে সুন্দর পিচাই বলেন, আমার ছেলে রোনাল্ডোর বিরাট বড় ফ্যান। ফলে এল ক্লাসিকোর ম্যাচ দেখার সময় আমাদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকে। দুই দলে ভাগ হয়ে বসি। একদিকে থাকে মেসির দল, আর একদিকে রোনাল্ডোর দল।
তবে সবথেকে বড় ব্যাপার, তিনি রোনাল্ডোকে ছোট করেননি। বরং তিনি বলেছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো নিজেকে এতটা নিখুঁতভাবে গড়ে তোলার চেষ্টা কোনও অ্যাথলেটিককে আমি দেখিনি। এক কথায় ওর পরিশ্রম অনবদ্য!
মেসিকে নিয়ে প্রশংসায় ভাসালেন সুন্দর
এদিন নিজের পছন্দ ব্যাখ্যা করতে গিয়ে সুন্দর পিচাই বলেছেন, মেসির গুণ কোনও ভাষায় বোঝানো কঠিন। সম্প্রতি সান হোসেতে ওর একটা ম্যাচ দেখতে গিয়েছিলাম। মাঠে যখন ওর পায়ে বল, তখনই বোঝা গেল যে, ওর পায়ে অদ্ভুত জাদু রয়েছে।
আরও পড়ুনঃ বিরাট পরিবর্তন! ১ জুলাই থেকে বদলে যাচ্ছে PAN কার্ডের নিয়ম
এমনকি গতিবিধি, শরীরের ক্ষমতা, বলের সঙ্গে বোঝাপড়া দেখেই বোঝা যায় যে, ওর ধারে পাশে কেউ আসতে পারবে না। তিনি আরও বলেন, মেসির খেলা দেখাও এক অন্যরকম অভিজ্ঞতা। ওর বয়স যতই হোক না কেন, ওর পায়ের কারসাজি এখনো গোটা বিশ্বকে চমকায়।
এমনকি এই সাক্ষাৎকারে নিজের পেশাগত জীবন নিয়ে মজা করে সুন্দর বলেছেন, Google চালানো মানে যেন সবসময় বার্সেলোনা বা রিয়েল মাদ্রিদের কোচ হওয়া! কখনো দল যেতে, আবার কখনো দল হারে। আর তেমনই আমরা কখনো সফল, আবার কখনো আমাদের উপর ব্যর্থতা নেমে আসে। তবে চাপটা সব সময় তীব্র।