ভারত বনাম ইংল্যান্ড সিরিজে অভিশাপ বৃষ্টি! আদৌ গড়াবে আজকের ম্যাচ? ওয়েদার রিপোর্ট

Published:

What will the weather be like at Headingley during the India vs England series
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ অর্থাৎ শুক্রবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে বহু অপেক্ষিত 5 ম্যাচের টেস্ট যুদ্ধ (India Vs England) শুরু হচ্ছে ভারতীয় দলের। রোহিত-বিরাটহীন টিম ইন্ডিয়ার ড্রাইভিং সিটে বসেছেন 25 বছরের তরুণ শুভমন গিল। তাঁর কাঁধে ভর করেই ইংলিশ ভূমিতে জাতের খেলা দেখাতে চাইবেন স্বদেশীরা। তবে তাঁর আগে বুক ধুকপুকনি বাড়াচ্ছে ইংল্যান্ডের আবহাওয়া।

জানিয়ে রাখি, শুক্রবার ইংলিশদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে হেডিংলিতে, ফলত সেখানকার আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি হলে আদৌ ম্যাচ আয়োজন করা যাবে কিনা সেসব নিয়ে বড় কৌতুহল রয়েছে ভারতীয় সমর্থকদের। তাই আজকের প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট সহ গোটা সিরিজের আগে লিডসের আবহাওয়া।

আজ কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া সংক্রান্ত বেশ কয়েকটি ওয়েবসাইট মারফত খবর, শুক্রবার ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টের দিন লিডসে বৃষ্টির আশঙ্কা অনেকটাই কম। সকালে আকাশ মেঘলা থাকলেও, আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটগুলিতে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে মাত্র 4 শতাংশ। তাছাড়াও তাপমাত্রা বেশি থাকবে। দুপুরের দিকে আবহাওয়ায় কোনও বদল আসবেনা।

তবে বিকেলের দিকে আকাশ মেঘলা হয়ে আসতে পারে। সে ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কতটা? জানা যাচ্ছে, আকাশ মেঘলা থাকলেও আজ বিকেলের দিকে লিডসে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আকাশ মেঘলা থাকায় সুবিধা পাবেন বোলাররা।

অবশ্যই পড়ুন: বাঙালি কিছু পারে নাকি? কম্পিউটার সায়েন্সে গোডেল প্রাইজ জিতে প্রমাণ দিলেন ঈশান

ভারত বনাম ইংল্যান্ড সিরিজের বাকি দিনগুলির আবহাওয়া

একাধিক আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টের পর অর্থাৎ শনিবার হেডিংলির দ্বিতীয় টেস্টের দিন বৃষ্টির পূর্বাভাস 66 শতাংশ। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুপুর থেকে বেশ কয়েকবার বৃষ্টির কারণে খেলারl বিঘ্নিত হতে পারে। একইভাবে রবিবার তৃতীয় টেস্টের দিন বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে 61 শতাংশ।

এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ইংলিশ ভূমিতে। এরপর চতুর্থ টেস্টের দিন, সোমবার বৃষ্টির সম্ভাবনা একেবারে নগণ্য। ওয়েবসাইট বলছে, এদিন বৃষ্টির পূর্বাভাস 25 শতাংশের কাছাকাছি। ফলে খেলা পন্ড হওয়ার সম্ভাবনা কম এবং শেষ দিন অর্থাৎ মঙ্গলবার অন্তিম টেস্ট ম্যাচে বৃষ্টির সম্ভাবনা 64 শতাংশ। অর্থাৎ এদিন মুষলধারে বৃষ্টি হতে পারে, যার কারণে ম্যাচে বাগড়া পড়বে বলা যায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join