সচিন, ধোনি বা কোহলি নন! ইনিই ভারত তথা বিশ্বের সবথেকে ধনী ক্রিকেটার

Published:

Richest Cricketers
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ধনী ক্রিকেটারদের (Richest Cricketers) নাম উঠলে আমরা সাধারণত সচিন তেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলিদের কথা মাথায় আনি। আসলে বাস্তবতাও এতদিন এটাই ছিল! তবে জানলে চমকে উঠবেন, এদের সবাইকে পিছনে ফেলে ভারতের ধনী ক্রিকেটারের কাতারে শীর্ষস্থানে উঠে এসেছেন এক প্রাক্তন তারকা।

হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। আজ থেকে প্রায় দুই দশক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এই তারকা! আর তিনিই বর্তমানে ভারতের সবথেকে ধনী ক্রিকেটার। এমনকি তার মোট সম্পত্তির পরিমাণ 1450 কোটি টাকা ছাড়িয়েছে। ভাবছেন কে? চলুন জেনে নিই।

ক্রিকেট থেকেই রাজপ্রাসাদ, সবই রয়েছে তার ঝুলিতে

আসলে আমরা বলছি 90 দশকের ভারতীয় ক্রিকেটের তারকা অজয় জাদেজার (Ajay Jadeja) কথা। মিডিল অডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে বহুবার দলকে কঠিন মুহূর্ত থেকে উদ্ধার করেছেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তার জীবন নয়া মোড় নিয়েছে।

জানা যাচ্ছে, 2014 সালে অক্টোবর মাসে তাকে জামনগরের রাজ পরিবারের উত্তরাধিকারি হিসেবে ঘোষণা করেন মহারাজ জামসাহেব। আর সেখান থেকেই বিপুল পরিমাণ সম্পদ এবং জমিজমা উঠে আসে তার নামে। এমনকি বদলে যায় তাঁর ভাগ্য।

পা রেখেছেন বলিউডেও

বলে দিই, ক্রিকেট ছাড়ার পর তিনি বলিউডেও নিজের কেরিয়ার গড়ার চেষ্টা করেছিলেন। ‘খেল’ থেকে শুরু করে ‘পল পল দিল কে সাথ’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে খুব একটা নাম কামাতে পারেননি। এমনকি বলিউডের ঝলমলে আলো থেকে সরে গিয়ে ব্যবসা, বিনিয়োগ সবকিছুকেই ভর করে তিনি এই বিরাট সাম্রাজ্য গড়ে তোলেন।

এই বিপুল সম্পদের পিছনে রহস্য কী?

খোঁজ নিয়ে জানা গেল, অজয় জাদেজার এই বিপুল পরিমাণ সম্পদের প্রধান উৎস তিনটি। প্রথমত, জামনগরের রাজ পরিবারের বিপুল সম্পদ এবং জমিজমা। দ্বিতীয়ত, রিয়েল এসেস্ট থেকে শুরু করে ব্যবসা এবং ট্রাস্টের মাধ্যমে স্থায়ী আয় এবং তৃতীয়ত, তাঁর বাবা দৌলত সিংজি জাদেজা একজন সংসদ সদস্য ছিলেন। সেখান থেকেই রাজনৈতিক জগতে পা রেখে বিপুল পরিমাণে আয়।

আরও পড়ুনঃ এবার ঘণ্টা হিসাবে মিলবে ডেটা, দৈনিক বা মাসিক ভিত্তিতে নয়! চমক দিচ্ছে Jio, Airtel

অন্যান্য ক্রিকেটারদের অবস্থান কোথায়?

বলে রাখি, অজয় জাদেজার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ক্রিকেটার হিসেবে উঠে এসেছেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকার। তাঁর মোট সম্পদের পরিমাণ 1250 কোটি টাকা। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, যার মোট সম্পদের পরিমাণ 1080 কোটি টাকা। এমনকি তালিকার চতুর্থ স্থানে রয়েছে বিরাট কোহলি, যার মোট সম্পদের পরিমাণ 1050 কোটি টাকা। অন্যদিকে ভারতের বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মার মোট সম্পদের পরিমাণ 218 কোটি টাকা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join