খুলে গেল বাংলাদেশের কপাল, আসছে ৫৮,০০,০০,০০,০০০ টাকা! কে দিচ্ছে এত অর্থ?

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনার পতনের পর থেকেই হামাগুড়ি দিচ্ছে বাংলাদেশের (Bangladesh) অর্থনীতি। দেশের শাসন ব্যবস্থা শান্তিতে নোবেলজয়ীর হাতে যেতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে!

ইউনূসের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ, জাতীয় নির্বাচন আয়োজনের চাপ, সরকার বদলের জোরালো হওয়া, সবমিলিয়ে এখন উত্তপ্ত পদ্মা পাড়। এদিকে দুর্বল অর্থনীতি নিয়েই কার্যত চিন, জাপানের মতো দেশগুলির দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে হচ্ছে ইউনূসকে! এমতাবস্থায়, বিরাট অর্থ সাহায্য পৌঁছল ওপারে। তাহলে কি ফিরবে সুদিন?

বাংলাদেশকে হাত খুলে সাহায্য বিশ্ব ব্যাঙ্কের

বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, দুর্বল অর্থনীতি নিয়ে ধুঁকতে থাকা ইউনূসের পাশে দাঁড়িয়েছে বিশ্ব ব্যাঙ্ক। জানা যাচ্ছে, খুব শীঘ্রই বাংলাদেশের উন্নয়ন খাতে বিনিয়োগের জন্য 5 হাজার কোটি টাকারও বেশি ঋণ ইউনূসের হাতে তুলে দিতে চলেছে বিশ্ব ব্যাঙ্ক।

এ প্রসঙ্গে গত বৃহস্পতিবার, বিশ্ব ব্যাঙ্কের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, মূলত বায়ু দূষণ ও জ্বালানি রোধের খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে ঋণ দেওয়া হচ্ছে।ওই বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ব্যাঙ্ক স্পষ্ট করে জানিয়ে দেয়, এক লব্ধে বাংলাদেশকে 68 কোটি ডলার ঋণ হিসেবে দেওয়া হচ্ছে। ভারতীয় মুদ্রায় এই অর্থ অন্তত 5 হাজার 800 কোটি টাকা।

বাংলাদেশের কোন কোন খাতে ব্যবহৃত হবে এই ঋণ?

ওপার বাংলার একাধিক সংবাদমাধ্যম দাবি করছে, বিশ্ব ব্যাঙ্কের বিপুল অর্থ সাহায্য দিয়ে দেশের আবহাওয়া ও বাতাসে উন্নয়নের জন্য ভারতীয় মুদ্রায় অন্তত আড়াই হাজার কোটি টাকা ব্যবহারের কথা রয়েছে। অন্যদিকে জ্বালানির জন্য বিশ্ব ব্যাঙ্কের তরফে আরও 3 হাজার কোটি টাকা পাবে বাংলাদেশ। উদ্দেশ্য একটাই, এই বিপুল অর্থ দিয়ে পেট্রোবাংলা প্রকল্প বাস্তবায়িত করবে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার!

অবশ্যই পড়ুন: প্রথমবারের মতো বাংলাদেশে বিরাট স্বস্তি পেলেন শেখ হাসিনা! ঘটতে চলেছে বড় কিছু

উল্লেখ্য, ভারতের সাথে সংঘাতের আবহে বিশ্ব ব্যাঙ্কের তরফে 100 কোটি টাকা পেয়েছিল ইউনূসের বাংলাদেশের চিরসখা পাকিস্তান। কার্যত ঠিক একইভাবে, ভারত-পাক সংঘাতে সবচেয়ে উপকারী বন্ধু দিল্লির বিরোধীতা করে বিশ্ব ব্যাঙ্কের তরফে একেবারে 5 হাজার 800 কোটি টাকা ঋণ বাবদ পেয়ে গেল ঢাকা!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join