বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিবেশী মোহনবাগানের চাপে প্রায় হাতছাড়া হওয়ার পথে ভারতীয় ফুটবল দলের দুই বড় তারকা মেহতাব সিং ও অভিষেক সিং! তাই সেই যন্ত্রণা বুকে নিয়েই এবার নতুন ফুটবলার সই করাতে একেবারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)।
গত মরসুমে নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি ইস্টবেঙ্গল ফুটবলাররা। ফলত, স্বাভাবিকভাবেই এসেছে ব্যর্থতা। এবার সেই ব্যর্থতাকে কাটিয়ে উঠতেই একেবারে উঠে পড়ে লেগেছে অস্কার ব্রুজোর দল। এমতাবস্থায়, রাডারে থাকা দুই বড় তারকাকে হারিয়ে এবার তিন দেশীয় ফুটবলারে চোখ পড়েছে কলকাতা ময়দানের এই প্রধানের।
তিন ফুটবলারকে একসাথে সই করাতে চায় ইস্টবেঙ্গল!
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, দীর্ঘদিন ধরে মেহতাব সিং ও অভিষেক সিংকে সই করানোর স্বপ্ন দেখেও খালি হাতে ফিরতে হয়েছে ইস্টবেঙ্গলকে। তাই আপাতত আর নতুন করে সেই অতীত ঘাঁটতে চাইছে না লাল হলুদ। কাজেই অস্কারদের এখন লক্ষ্য একটাই, ট্রান্সফার মার্কেট কাঁপিয়ে দেশ-বিদেশের তাবড় তাবড় ফুটবলারকে সই করিয়ে নেওয়া।
আর সেই লক্ষ্যে তীর বেঁধেই এবার ভারতীয় ফুটবলের তিন পরিচিত মুখকে সই করাতে চায় লাল হলুদ। যদিও গত প্রতিবেদনে এফসি গোয়ার হয়ে খেলা জয় গুপ্তার কথা আমরা জানিয়েছিলাম। বলে রাখি, এই ফুটবলারে বেশ কয়েকদিন ধরে নজর রেখেছে লাল হলুদ। শোনা যাচ্ছে, ভারতীয় ফুটবল দলের কোচ মানালো মার্কেজ নাকি গোয়ায় ফিরবেন। সূত্র বলছে, তাঁর তালিকাতেই জায়গা হচ্ছে না জয়ের। আর সে কথা জানতে পেরেই গুপ্তাকে দলে নিতে একেবারে ঝাঁপিয়ে পড়েছে ইস্টবেঙ্গল এফসি।
অবশ্যই পড়ুন: ঘুঁচল অপ্রাপ্তি! প্যারিস ডায়মন্ড লিগে সেরা হলেন সোনার ছেলে নীরজ
এছাড়াও ভারতীয় ফুটবলের দুই চেনা নাম ভিঞ্চি ব্যারেটো ও ফাঙ্কি বুয়ামকে সই করাতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, চেন্নাইয়িন এফসির হয়ে খেলা ভিঞ্চিকে দলে নিতে ইতিমধ্যেই নাকি ওই তারকার সাথে কথা বলে নিয়েছে ইস্টবেঙ্গল! শোনা যাচ্ছে সব ঠিক থাকলে খুব শীঘ্রই তাঁকে নিয়ে সুখবর জানতে পারে বাগান প্রতিবেশী। অন্যদিকে শিলং লাজং এফসির বাঘা ফুটবলার ফাঙ্কি বুয়ামকে সই করাতে নাকি ইতিমধ্যেই যোগাযোগের চেষ্টা করেছে ইস্টবেঙ্গল এফসি। সূত্র বলছে, সেদিক থেকেও আশার আলো দেখেছে লাল হলুদ। ফলত বলাই যায়, মেহতাব ও অভিষেককে হারিয়ে এবার এই তিন দিগপাল তারকাকে সই করিয়ে পাশা পাল্টে দিতে চাইছে গতবারের ব্যর্থ দল লাল হলুদ।