দাখিল করা যাবে না ৩ বছরের বেশি পুরনো রিটার্ন! ১ জুলাই থেকে GST নিয়মে বড় বদল

Published on:

GST Rules

প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে জুন মাস প্রায় শেষের পথে। আর কয়েকদিন পর থেকেই শুরু হতে চলেছে জুলাই মাস। আর নতুন মাস পড়া মানেই একগুচ্ছ নিয়মের ব্যাপক পরিবর্তন। LPG গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে পেট্রোল ডিজেলের দাম, UPI পেমেন্ট, সুদের হার ইত্যাদি আরও কত কিছু। আর এই আবহে নতুন মাস থেকে অনেক কিছুই পরিবর্তন হতে চলেছে GST-র নিয়মে (GST Rules)। একনজরে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

বিজ্ঞপ্তি GSTN এর!

সম্প্রতি GSTN বা পণ্য ও পরিষেবা কর নেটওয়ার্ক একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে বিস্তারিভাবে জানানো হয়েছে যে, কোনো গ্রাহক এখন থেকে আর তিন বছর পরে পুরানো GST রিটার্ন দাখিল করতে পারবেন না। অর্থাৎ, যদি কোনো গ্রাহক কোনো মাসে বা বছরে জিএসটি রিটার্ন দাখিল করতে দেরি করেন , তাহলে তিন বছর পার হয়ে গেলে আর তা জমা করতে পারবেন না। জানা গিয়েছে এই নয়া নিয়মটি ২০২৫ সালের জুলাই থেকে GST পোর্টালে কার্যকর হতে চলেছে।

কোন কোন ফর্মে চালু থাকবে এই নিয়ম?

এছাড়া সেই নির্দেশিকা সূত্রে জানা গিয়েছে এই GST-র নয়া নিয়ম কার্যকর হতে চলেছে GSTR-1, GSTR-3B, GSTR-4, GSTR-5, GSTR-5A, GSTR-6, GSTR-7, GSTR-8 এবং GSTR-9 এই ফর্মগুলিতে। অর্থাৎ শুধুমাত্র বিক্রয়-লেনদেনের নয়, কর পরিশোধ, টিসিএস আদায়, এবং বার্ষিক রিটার্ন এই সবকিছুর জন্য একই নিয়ম প্রযোজ্য হবে।

এছাড়াও GSTR‑3B ফর্মে এখন থেকে ব্যবসায়ীর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না; প্ল্যাটফর্ম স্বয়ংক্রিয়ভাবে, ব্যবসার টার্নওভার ও কর-জমা সংক্রান্ত তথ্য পূরণ করবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রিটার্ন দাখিল করতে পারবেন না?

সেই কারণেই GSTN বা পণ্য ও পরিষেবা কর নেটওয়ার্ক তাঁদের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছে যে করদাতাদের তাই দ্রুত তাদের রেকর্ড সংশোধন করে অবিলম্বে সমস্ত মুলতুবি রিটার্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি সতর্কবার্তা হিসেবে এও জানানো হয়েছে যে যদি কোনো গ্রাহক এই নিয়ম (GST Rules) না মেনে চলেন, তাহলে তিনি আর কখনও রিটার্ন দাখিল করতে পারবেন না। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে কেন্দ্রের এই নয়া নিয়মে বিপদে পড়তে পারে বেশ কিছু গ্রাহক।

আরও পড়ুন: টানা ৩৯ দিন হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন! তালিকা দিল পূর্ব রেল

চিন্তিত ব্যবসায়ীরা

আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, আইনি বিষয়, প্রযুক্তিগত অসুবিধা বা কোনো ভুলের কারণে রিটার্ন দাখিল করতে দেরি হয়ে যায়। সেক্ষেত্রে যোগ্য কারণ থাকলেও, ভুগতে হয় সংশ্লিষ্ট এবং সৎ ব্যবসায়ীদের। আর এই নয়া নিয়মে তাঁদের সমস্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

যদিও কেন্দ্র এই আইন চালু করতে চলেছে মূলত জিএসটি-র সঠিক তথ্য যাতে রিটার্নে উঠে আসে, তা নিশ্চিত করতে। শুধু তাই নয় রিটার্ন জমায় যাতে নিয়মানুবর্তিতা বজায় থাকে সেটা নির্ধারণ করতে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥