আম বেচেই খুলে গেল ভাগ্য! মাত্র ৪ দিনের মেলায় লক্ষ লক্ষ টাকা আয় বিক্রেতাদের

Published:

Vendors earn Rs 7 lakh in just four days at Malda mango fair
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জেলার রাজা ফল আম। তাই তার নামেই মেলার নামকরণ। এবার সেই আম মেলাতেই (Malda Mango Fair) লাভের মুখ দেখলেন বিক্রেতারা। জানা যাচ্ছে, মাত্র 4 দিনে লক্ষাধিক টাকার কেনা বেচা হয়েছে মালদহের আম মেলায়।

বিদেশি জাতের আম থাকলেও চার দিনে মেলাতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে স্থানীয় অঞ্চলে উৎপাদিত আম। এক কথায়, মালদহী হিমসাগর, ল্যাংড়া, ফজলি সহ একাধিক প্রজাতির আম বিক্রি করে একেবারে মাসের রোজগার চার দিনেই তুলে ফেলেছেন বিক্রেতারা।

তবে শুধুই আম নয়, মালদহের আম মেলায় সন্দেশ, রসগোল্লা সহ একাধিক মিষ্টির পাশাপাশি নানান হস্তশিল্প সরঞ্জামের সাথেই বিভিন্ন সাজ সরঞ্জাম বিক্রি করে লাভের মুখ দেখেছেন আম মেলার বিক্রেতা গোষ্ঠী।

মেলায় উপচে পড়েছিল ভিড়

মালদহের আম মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র 4 দিনে প্রায় 7 লক্ষ টাকা আয় হয়েছে বিক্রেতাদের। আমের পাশাপাশি নানান ধরনের রকমারি খাবার সহ সমস্ত সরঞ্জাম মিলিয়ে প্রায় সব ক্ষেত্রের ব্যবসায়ীরাই লাভের মুখ দেখেছেন বলা যায়। আর এই সবটা যাদের জন্য হয়েছে সেই দর্শনার্থীদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আম মেলা কর্তৃপক্ষের অনেকেই।

জানা যায়, মালদহের আম মেলা উপলক্ষ্যে রাজ্যের নানান প্রান্ত থেকে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন মালদহ জেলায়। আর সেই সূত্র ধরেই, মেলায় উপচে পড়া ভিড় থেকেই লাভের অঙ্ক পকেটে পুরেছেন গোটা বছর আম মেলার জন্য হাপিত্যেশ করে বসে থাকা বিক্রেতারা।

অবশ্যই পড়ুন: যেকোনও সময়ে বাঁধতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ! নিরাপদ আশ্রয়ের ঠিকানা এই দেশগুলিই

জেলা উদ্যান পালন আধিকারিকের বক্তব্য

মালদহের আম মেলা প্রসঙ্গে কথা বলতে গিয়ে, মালদহ জেলার উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক জানিয়েছেন, গত বছরের তুলনায় এ বছর মেলায় ভিড় অনেকটা বেশি হয়েছিল। শুধু তাই নয়, এবার বিক্রেতার সংখ্যাও ছিল বেশি। 2024 সালের তুলনায় এ বছর প্রায় শতাধিক প্রজাতির আম প্রদর্শনী দেখতে ও সেই সব আম কিনতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন মেলায়।

যার ফলে মোট 4 দিনে 7 লক্ষ টাকার কেনা বেচা হয়েছে মেলার বিক্রেতাদের। সবশেষে ওই উদ্যোক্তা জানান, আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চে কীভাবে মালদহের আম মেলাকে পরিচিতি পাইয়ে দেওয়া যায় সেদিকেই জোর দিতে হবে আমাদের।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join