মুখ তুলে চাইল ভগবান! ৩০ টাকার লটারিতেই দারিদ্রতা ঘুঁচল বর্ধমানের টোটো চালকের

Published on:

A Toto driver won 1 crore in a lottery of 30 rupees

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিদিন কাড়ি কাড়ি অর্থ খরচ করেও ভাগ্য ফিরছে না লটারিতে। রাজ্যের কয়েক কোটি মানুষ বর্তমানে সেই নেশাতেই বুঁদ হয়ে রয়েছেন। আর তাতেই জলাঞ্জলি যাচ্ছে বহু মানুষের কষ্টার্জিত অর্থ।

তবে সম্প্রতি অম্বুবাচীতে ভিন্ন চিত্র ধরা পড়ল বর্ধমানে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে সোহারা বাজার এলাকার রাজ এন্টারপ্রাইজ লটারির কাউন্টার থেকে একটি 30 টাকার টিকিট বিক্রি হয়, আর তাতেই ভাগ্য ফিরল টোটো চালকের (Toto Driver Won 1 Crore)।

30 টাকার লটারিতেই কোটিপতি টোটো চালক

মঙ্গলবার দুপুরে বর্ধমানের সোহারা বাজার এলাকার রাজ এন্টারপ্রাইজ নামক একটি লটারির দোকান থেকে ওই কাউন্টারেরই এক সেলার বাঁকুড়া মোড়ের একটি লটারির দোকানে ওই টিকিটটি বিক্রি করেন।

জানা গিয়েছে, বাঁকুড়ার রাজ এন্টারপ্রাইজের আরেক সেলার নাকি ওই লটারির টিকিটটি কিনেছিলেন। পরবর্তীতে তার হাত দিয়েই বিক্রি হয়ে যায় ওই লটারির টিকিট। স্থানীয় সূত্রে বলা হয়েছে, রাজ এন্টারপ্রাইজের সেলারের কাছ থেকে 30 টাকার বিনিময়ে লটারির টিকিটটি কিনেছিলেন বুড়ার গ্রামের বাসিন্দা পেশায় টোটো চালক উদয় দাস।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: পরমাণু মিসাইলের নিশানায় আমেরিকা! চিনের মদতে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পাকিস্তানে

খোঁজ নিয়ে জানা গেল, টোটো চালিয়েই নিজের সংসার চালান উদয়। প্রতিদিন নিজের বাহনটিকে নিয়ে বেরিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যেটুকু রোজগার হয় তা দিয়েই পরিবারের মুখে অন্ন তুলে দেন তিনি। তবে এবার তাঁর দিকে মুখ তুলে চেয়েছে ভগবান। অম্বুবাচীর দিনেই নামমাত্র অর্থ দিয়ে লটারির টিকিট কেটেই কোটিপতি হলেন পেশায় টোটো চালক উদয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥