আপনার, আমার পাসপোর্ট নীল, কিন্তু শাহরুখে মেরুন রঙ! কারণ জানেন?

Published on:

Shah Rukh Khan

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের বাইরে পা রাখার জন্য পাসপোর্ট সবথেকে বড় হাতিয়ার হয়ে দাঁড়ায়! আর আমরা যে পাসপোর্ট ব্যবহার করি, তার বেশিরভাগেরই রং হয় গাড় নীল। তবে আমরা যদি বলি, বলিউড কিং শাহরুখ খানের (Shah Rukh Khan) পাসপোর্টের রং নীল নয়, বরং মেরুন, তাহলে কি চমকাবেন? প্রশ্ন উঠবে যে, শাহরুখ খানের পাসপোর্ট এরকম কেন? চলুন বিস্তারিত জেনে নিই।

পাসপোর্টের রং নিয়ে কী বলছে সরকার?

আসলে ভারতীয় নাগরিকদের তিন ধরনের পাসপোর্ট দেওয়া হয়। নীল পাসপোর্ট দেওয়া হয় মূলত সাধারণ নাগরিকদের জন্য, সাদা পাসপোর্ট দেওয়া হয় মূলত সরকারি কাজের জন্য বিদেশ সফর করা আমলাদের, আর মেরুন বা লালচে পাসপোর্ট দেওয়া হয় কূটনৈতিক বা বিশেষ মর্যাদাপ্রাপ্ত মানুষদের।

শাহরুখ খান কি তাহলে সরকারি অফিসার?

আসলে না, শাহরুখ খান কোনোরকম সরকারি কর্মীও নন, বা বিদেশ মন্ত্রকের কূটনৈতিক কর্মকর্তাও নন। তবে তার এই মেরুন পাসপোর্টের পিছনে রহস্য রয়েছে। আসলে ভারতীয় সিনেমা জগতে তার অবদান এবং বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার জন্যই তাকে এই বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। 

বলে রাখি, ভারত সরকার অনেক সময় বিশেষ কিছু ব্যক্তিকে সম্মান হিসেবে এই পাসপোর্ট দেয়, যারা দেশের অবদানে ভূমিকা রাখে। আর এই সমস্ত ব্যক্তি বিশ্বের বিভিন্ন দেশে অনায়াসে যাতায়াত করতে পারে, কোনোরকম ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ছাড়াই।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ একদম বিনামূল্যে এই ১২ দেশে করা যাবে UPI লেনদেন, বিরাট ঘোষণা ব্যাঙ্কের

তবে জানিয়ে রাখি, শুধু ভারত সরকারের কূটনৈতিক পাসপোর্টই নয়, বরং শাহরুখ খান সংযুক্ত আরব আমিরশাহীর গোল্ডেন ভিসারও অধিকারী। হ্যাঁ, তার কাছে দুবাইয়ের গোল্ডেন ভিসাও রয়েছে। আর এই ভিসার মাধ্যমে তিনি আরব আমিশাহীতে দীর্ঘ সময় ধরে বসবাস করতে পারেন এবং বাণিজ্যিক সুবিধাও পান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥