কলেজে ভর্তিতে বিলম্ব, বন্ধ হল WBCAP পোর্টাল! OBC-দের জন্য জারি বিশেষ নিয়ম

Published on:

WBCAP Portal

সৌভিক মুখার্জী, কলকাতা: হঠাৎ করেই বন্ধ হয়ে গেল কলেজের অনলাইনে ভর্তি প্রক্রিয়া। হ্যাঁ, পশ্চিমবঙ্গের WBCAP সেন্ট্রালাইজ পোর্টালে (WBCAP Portal) ঢুকলেই দেখা যাচ্ছে, “Site under maintenance” লেখা বার্তা। আর এতে বিভ্রান্ত হচ্ছে হাজার হাজার উচ্চমাধ্যমিক পাশ পড়ুয়ারা। অন্যদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ছে OBC ক্যাটাগরির প্রার্থীদের মধ্যে। কিন্তু কেন এমন হলো? চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি। 

OBC নিয়েই বিতর্কের সূত্রপাত

আসলে রাজ্য সরকার সম্প্রতি নতুন OBC তালিকা প্রকাশ করেছিল। আর তাতে বেশ কিছু নতুন সম্প্রদায়কেও অন্তর্ভুক্ত করা হয়। সেই তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে ফের মামলা দায়ের করা হয় এবং আদালত সেই তালিকায় স্টে অর্ডারও জারি করে ফেলে।

এমনকি তা সত্বেও WBCAP পোর্টালে OBC-A এবং OBC-B ক্যাটাগরির আবেদন গ্রহণ চলতে থাকে। আর এই অবস্থাতেই রাজ্য প্রশাসন পোর্টালকে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে, যাতে বিভ্রান্তিকর আবেদনগুলিকে বন্ধ করা যায়।

প্রশাসনের জরুরী নির্দেশ

তবে পোর্টাল বন্ধ থাকাকালীন সময়ে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। OBC প্রার্থীরা যাতে কোনোরকম বিভ্রান্ত না হয়, সে কারণেই এই পদক্ষেপ। বলা হয়েছে, সমস্ত OBC-A এবং OBC-B প্রার্থীকে এডিট অপশনে গিয়ে জেনারেল ক্যাটাগরিতে রূপান্তর করতে হবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

পাশাপাশি আদালত যদি পরে OBC তালিকা বৈধ বলে ঘোষণা করে, তাহলে নতুনভাবে ক্যাটাগরি পরিবর্তনের লিংক দিয়ে দেওয়া হবে। এমনকি OBC হিসেবে আবেদন রেখে দিলে কোনোরকম রিজার্ভেশন বা ক্যাটাগরির সুবিধা প্রযোজ্য হবে না।

আরও পড়ুনঃ ৭%-এর কম, বিগত ৫০ বছরের মধ্যে সর্বনিন্ম! বিরাট ঝটকা খেল PPF গ্রাহকরা

এখন পোর্টালে কোন কোন ক্যাটাগরি থাকবে?

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা আগে OBC হিসেবে আবেদন করেছিল, তাদের ফর্ম পুনরায় জেনারেল ক্যাটাগরি করতে হবে। আর যারা এখনো ফর্ম ফিলাপ করেনি, তাদের শুরু থেকেই জেনারেল ক্যাটাগরি বেছে নিতে হবে। জানা যাচ্ছে, এখন OBC বাদে বাকি ক্যাটাগরিগুলো পোর্টালে থাকবে। আর সেগুলি হল- জেনারেল, SC, ST এবং PwBD।

তবে বলে রাখি, পোর্টাল সাময়িকভাবে বন্ধ থাকলেও কলেজের ভর্তি প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়নি। আদালতের পরবর্তীতে রায়ের ভিত্তিতে ফের চালু হবে OBC সংক্রান্ত ক্যাটাগরির ভর্তি এবং সংশ্লিষ্ট অপশন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥