দ্বিতীয় টেস্টের আগে বড়সড় ক্ষতি হয়ে গেল টিম ইন্ডিয়ার!

Published:

India's star pacer uncertain for India vs England second Test
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজয়ের পর সর্বশক্তি দিয়ে দ্বিতীয় টেস্টে (India Vs England) ঝাঁপিয়ে পড়বে টিম ইন্ডিয়া। আপাতত, তেমনটাই তো আশা ভক্তদের। এমতাবস্থায়, ইংলিশদের বিরুদ্ধে দ্বিতীয় আসরের যাত্রা শুরুর আগেই বিরাট ধাক্কা খেলো শুভমন গিলের ভারতীয় দল।

জানা যাচ্ছে, ইংল্যান্ড বাহিনীর বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর আগেই ভারতীয় দলের প্রধান অস্ত্রকে নিয়ে উঠে এলো বড়সড় দুঃসংবাদ। খোঁজ নিয়ে জানা গেল, দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে থাকছেন না সেই দাপুটে ক্রিকেটার।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগেই ধাক্কা খেলো ভারত!

প্রথম টেস্টের পরাজয় যন্ত্রণা কাটিয়ে উঠতে দ্বিতীয় আসরে দুগুণ পরিশ্রম করবেন টিম ইন্ডিয়ার প্রথম এগারো। মূলত সেই লক্ষ্য নিয়েই জোর কদমে চলছে প্রস্তুতি। এহেন আবহে, ভারতীয় পেস বিভাগের অন্যতম নির্ভরতা তথা প্রধান স্তম্ভ জসপ্রীত বুমরাহকে নিয়ে এলো দুসংবাদ। জানা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাঁকে পাবেন না শুভমন গিলরা।

বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে বুমরাহকে ছাড়াই মাঠে নামতে হবে ভারতীয় টেস্ট দলকে। যে কথা বহু আগেই জানিয়ে দিয়েছিলেন জাতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। মূলত প্রথম টেস্টে পরাজয়ের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেডস্যার গৌতম বলেন, বুমরাহকে সব টেস্টে পাওয়া যাবে না। আসলে খেলোয়াড়ের ওয়ার্ক লোডের কথা উল্লেখ করেই তাঁকে বাকি দুটি ম্যাচে খেলানোর কথা বলেন গম্ভীর। যদিও ঠিক কোন দুটি ম্যাচে বুমরাহ ভারতীয় দলের সঙ্গ দেবেন সেকথা উল্লেখ করেননি শুভমনদের হেড কোচ।

অবশ্যই পড়ুন: রথযাত্রার দিন সোনা নিয়ে সুখবর, চিন্তায় ফেলছে রুপো! আজকের রেট

তবে বিশিষ্ট কয়েকটি সূত্র ও একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই বিশ্রাম পর্ব শুরু হচ্ছে জসপ্রীতের। ফলত, এজবাস্টন টেস্টে থাকতে পারছেন না তিনি। তবে হ্যাঁ! সূত্র বলছে, দ্বিতীয় টেস্টে ভারতীয় তারকাকে বসিয়ে ফের তৃতীয় আসরে তাঁকে নামানো হতে পারে। সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায় জসপ্রীতের বিকল্প নিয়ে। খোঁজ নিয়ে জানা গেল, বুমরাহ যদি শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টে না নামেন সে ক্ষেত্রে তাঁর বদলি হিসেবে মাঠ দখল করতে পারেন অর্শদীপ সিং।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join