মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? হয়ে গেল ফয়সলা

Published:

Will a Cristiano Ronaldo vs Mohun Bagan SG match be a dream come trueWill a Cristiano Ronaldo vs Mohun Bagan SG match be a dream come true
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাড়তি অক্সিজেন পেল মোহনবাগান! টিমটিম করে জ্বলতে থাকা দীর্ঘ দিনের স্বপ্ন এবার কি তাহলে পূর্ণতা পেতে চলেছে (Cristiano Ronaldo vs Mohun Bagan SG)? আসলে সমস্ত জল্পনাকে পাল্টে দিয়ে আল নাসেরেই থেকে গেলেন বিশ্বের অন্যতম বড় ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

মাঝে ক্লাব পরিবর্তনের হাওয়া উঠেছিল ঠিকই, তবে সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে পর্তুগিজ তারকা জানিয়ে দিয়েছেন তিনি আল নাসেরেই থাকবেন। আর সেই খবর চাউর হতেই নতুন করে যেন স্বপ্নপূরণের আলো দেখতে পাচ্ছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান সবুজ মেরুন!

কেন রোনাল্ডোকে নিয়ে এত মাতামাতি বাগান শিবিরে?

আসলে বিষয়টা অনেকটা অসাধ্য সাধনের মতোই। গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে জোড়া সাফল্যের পর AFC চ্যাম্পিয়নশিপে জায়গা পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ওই একই লিগে অংশগ্রহণ করার কথা ছিল আল নাসেরেরও। ফলত, রোনাল্ডো সেই দলে থাকলে তাঁর বিরুদ্ধে মাঠে নামার সুযোগ হবে মোহনবাগানের! মূলত সেই আশাতেই শান দিচ্ছিল সবুজ মেরুন। আর সেই মতোই আল নাসেরেই থেকে গেলেন পর্তুগিজ তারকা। তাহলে কি মোহনবাগানের বিরুদ্ধে ফেলবেন তিনি?

অবশ্যই পড়ুন: ফের ইস্টবেঙ্গলের সংসার ভাঙল মোহনবাগান! সবুজ মেরুনে আসছেন তারকা ফুটবলার

আদৌ রোনাল্ডোর বিরুদ্ধে মাঠে নামা হবে মোহনবাগানের?

দীর্ঘ বেশ কয়েক মাস ধরে জল্পনা চলছিল, আসন্ন AFC চ্যাম্পিয়নশিপে রোনাল্ডোর বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগানের ছেলেরা। সেই মতোই চলছিল সৌদি প্রো লিগের যাত্রা। তবে শর্ত ছিল AFC চ্যাম্পিয়নশিপে জায়গা করতে হলে রোনাল্ডোর দলকে প্রথম দুইয়েক যাত্রা শেষ করতে হবে। তবে তেমনটা হয়নি।

গত মে মাসের শুরুর দিকে প্রতিপক্ষ আল ইত্তেহাদের বিরুদ্ধে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে হেরে তৃতীয় স্থানে থেকেই সৌদি প্রো লিগের যাত্রায় ইতি টানতে হয় আল নাসেরকে। ফলত, সেই কারণেই আসন্ন AFC চ্যাম্পিয়নশিপে জায়গা হচ্ছে না দলটির। আর সেই সূত্র ধরেই, রোনাল্ডোর বিরুদ্ধে খেলার স্বপ্ন ভাঙছে মোহনবাগানেরও।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join