ভারতের সাথে ইউরোপের একাধিক দেশ, DRDO-র হাত ধরে তৈরি করবে ভয়ঙ্কর ড্রোন

Published:

European Union wants to jointly develop Eurodrone with India
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সাথে যৌথ উদ্যোগে ড্রোন (Eurodrone) তৈরি করতে চায় ইউরোপীয় জোট। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার কাছে ইতিমধ্যেই ইউরোড্রোন উৎপাদনের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় রাষ্ট্রগুলি। এবার সেই প্রস্তাব খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে DRDO। যেই তথ্য ইতিমধ্যেই নিশ্চিত করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক।

ইউরোড্রোনের ক্ষমতা

ভারতের সাথে যৌথ উদ্যোগে যে ইউরো ড্রোনগুলি তৈরি করার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় রাষ্ট্রজোট, সেগুলি মূলত নির্মাণ করে জার্মানি, ইতালি, ফ্রান্স ও স্পেনের যৌথ উদ্যোগে তৈরি অর্গানাইজেশন ফর জয়েন্ট আর্মামেন্ট কর্পোরেশন।

এই ড্রোনগুলির ক্ষমতা প্রসঙ্গে কথা বলতে গেলে, এই ইউরো ড্রোনের পেলোড ক্ষমতা প্রায় 2300 কেজি। শুধু কি তাই? বিশেষজ্ঞরা বলছেন, একেবারে খারাপ আবহাওয়াতেও দুর্গম পরিস্থিতির সাথে ঝুঁজে টানা 40 ঘন্টা পর্যন্ত ওড়ার ক্ষমতা রয়েছে এই ড্রোনগুলির।

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বর্তমান যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতে, অস্ত্রাগারে একাধিক ড্রোন মজুদ করে রাখতে চাইছে ভারতীয় সেনা। সূত্রের খবর, বর্তমানে অন্তত 100টি মেল ড্রোন প্রয়োজন ভারতীয় বায়ুসেনার, এবার সেই চাহিদা মেটাতেই নাকি ইরোড্রোনের কথা ভাবা হচ্ছে।

অবশ্যই পড়ুন: আর রক্ষে নেই, ইউনূসের ওপর খেপে গেলেন তাঁর শিষ্যরাই!

উল্লেখ্য, পাকিস্তানের সাথে ভারতের সাম্প্রতিক সংঘাতের পর যুদ্ধ পরিস্থিতিতে ড্রোনের চাহিদা কতটা, তা বুঝে গিয়েছে গোটা বিশ্ব। এমতাবস্থায়, আগামীতে আধুনিক যুদ্ধের অন্যতম হাতিয়ার অর্থাৎ শক্তিশালী ড্রোন তৈরিতে হাত লাগিয়েছে বিশ্বের বহু দেশ। সেই তালিকায় একেবারে প্রথম দিকেই নাম রয়েছে ভারতেরও।

বলে রাখি, পাকিস্তানের সাথে সংঘাতপূর্ণ পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে নানান অত্যাধুনিক ড্রোন তৈরি করে অস্ত্র ভান্ডার ভরাতে চাইছে ভারতীয় সেনাবাহিনী। সেই সূত্রেই নাকি, বিশ্বের বেশ কিছু উন্নত দেশের ড্রোন প্রস্তুতকারী সংস্থা নাকি দিল্লিকে ড্রোন তৈরির প্রস্তাব দিয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join