সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান দিনে দাঁড়িয়ে সবথেকে প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে একটি হল প্যান কার্ড (Pan Card)। চাকরি বলুন বা ব্যাঙ্ক লেনদেন, আয়কর বলুন বা বিনিয়োগ, সবকিছুতেই এর প্রয়োজন। তবে অনেক সময় প্যান কার্ডের নামের বানান ভুল বা বিবাহ পরবর্তী পদবী পরিবর্তন বা অন্য কোনও কারণে নাম বদলের প্রয়োজন পড়ে।
তবে এখানেই বাঁধে সমস্যা। অনেকেই জানেন না যে, কীভাবে প্যান কার্ডের নাম পরিবর্তন করতে হয়। তবে আজকের প্রতিবেদনে আমরা জানিয়ে দেবো, কীভাবে ঘরে বসেই আপনি অনলাইনে প্যান কার্ডের নাম বদলাতে পারবেন কোনোরকম অফিস যাওয়া ছাড়াই।
নাম পরিবর্তন করার অনলাইন প্রক্রিয়া
প্যান কার্ডের নাম সংশোধন করতে গেলে আপনাকে মূলত দুটি ওয়েবসাইটের মধ্যে যেকোনো একটিতে যেতে হবে। আর সেগুলি হল—TIN-NSDL (Protean) এবং UTIITSL। তারপর নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- এরপর ‘Correction in PAN Data’ অপশনটিকে ক্লিক করুন।
- এরপর আপনার সামনে যে আবেদন ফর্ম ওপেন হবে, সেটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- মনে রাখবেন, ফর্মে সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে নাম পরিবর্তনের প্রমাণ, বিবাহের সার্টিফিকেট বা গ্যাজেট নোটিফিকেশন আপলোড করুন।
- এরপর আবেদন জমা দিন। তবে এখানে আপনি 15 সংখ্যার একটি Acknowledgement নম্বর পাবেন, যার মাধ্যমে আপনি আপডেট জানতে পারবেন।
আরও পড়ুনঃ এক লাফে ৫৮ টাকা! মাসের শুরুতে বিরাট দর পতন LPG সিলিন্ডারের দামে
কত টাকা খরচ পড়বে?
যদি আপনি শুধুমাত্র অনলাইনে তথ্য সংশোধন করেন, তাহলে খরচ খুবই কম। তবে আপনি নতুন ফিজিক্যাল প্যান কার্ড চাইলে 50 টাকা আবেদন ফি দিতে হবে। আর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করতে পারবেন। বলে রাখি, একবার আপডেট হয়ে গেলে 45 দিনের মধ্যে নতুন প্যান কার্ড পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |