নেই কামিংস, স্ট্রাইকার রয় কৃষ্ণা! প্রকাশ্যে মোহনবাগানের সর্বকালের সেরা একাদশ

Published:

Mohun Bagan all time best XI revealed
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে অভিষেকের পর থেকেই ভুল ত্রুটি শুধরে ক্রমশ নিজেদের উন্নত করার চেষ্টা করে গেছে মোহনবাগান সুপার জায়ান্ট। একদিকে প্রতিবেশী ইস্টবেঙ্গল যখন শুরু থেকেই কার্যত পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আসছে, সেই পর্বে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলের ইতিহাসে অনন্য সব রেকর্ড নিজেদের নামে করেছে কলকাতা ময়দানের এই প্রধান।

তবে প্রসঙ্গটা যদি মোহনবাগান সুপার জায়ান্টের সর্বকালের সেরা একাদশ নিয়ে হয়, সে ক্ষেত্রে উত্তরটা যথেষ্ট জটিল ছিল এতদিন। তবে ইন্ডিয়ান সুপার লিগে পরপর দু’বছর শিল্ড জয় ও 2024-25 মরসুমে ISL কাপ জেতার পর মোহনবাগানের ছেলেদের নিয়ে সর্বকালের শ্রেষ্ঠ একাদশ তৈরির জটিলতা অনেকটাই কেটেছে।

আর সেই সূত্র ধরেই, বাগান ফুটবলারদের সাম্প্রতিক সাফল্যকে সামনে রেখে ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল পোর্টালে মোহনবাগানের সর্বকালের শ্রেষ্ঠ একাদশ (Mohun Bagan All Time Best XI) প্রকাশিত হয়েছে। যেখানে জায়গা পেয়েছেন বহু পছন্দের তারকা।

মোহনবাগানের সর্বকালের শ্রেষ্ঠ একাদশ

গোলরক্ষক: মোহনবাগানের হয়ে বহু যুদ্ধ জয়ের কারিগর তথা শত্রুপক্ষের আক্রমণ রুখে দেওয়া গোলরক্ষক বিশাল কাইথ জায়গা পেয়েছেন বাগানের সর্বকালের সেরা একাদশে।

রাইট ব্যাক: মোহনবাগানের সর্বকালের শ্রেষ্ঠ একাদশে রাইট ব্যাক হিসেবে জায়গা পেয়েছেন তারকা ফুটবলার তথা 2022-23 সিজনে সবুজ মেরুনে যোগ দেওয়া আশিস রাই।

সেন্টার ব্যাংক: মোহনবাগানের সর্বশ্রেষ্ঠ একাদশে সেন্টার ব্যাক পজিশনে নিজেদের দক্ষতা প্রমাণ করে জায়গা পেয়েছেন প্রীতম কোটাল ও আলবার্তো রদ্রিগেজ।

লেফট ব্যাক পজিশন: মোহনবাগানের হয়ে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়া বাঙালি ফুটবলার শুভাশিস বোস প্রত্যাশা মতোই জায়গা পেয়েছেন মোহনবাগানের শ্রেষ্ঠ একাদশে।

ডিফেন্সিভ মিডফিল্ডার: ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে মোহনবাগানের হয়ে খেলা রক্ষণাত্মক ফুটবলার কার্ল ম্যাকহাগকে রাখা হয়েছে সবুজ মেরুনের সর্বশ্রেষ্ঠ একাদশে।

সেন্ট্রাল মিডফিল্ডার: সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে মোহনবাগানের সর্বশ্রেষ্ঠ একাদশে জায়গা পেয়েছেন আপুইয়া। তাঁর অনবদ্য ফুটবল চিরকাল নজর কেড়েছে সকলের।

রাইট উইঙ্গার: মোহনবাগানের হয়ে বহু ম্যাচে নিজেকে মেলে ধরা জাতীয় দলের ফুটবলার মনবীর সিং জায়গা পেয়েছেন মোহনবাগানের সর্বশ্রেষ্ঠ একাদশে। তাঁকেই সেরা রাইট উইঙ্গার হিসেবে বেছে নিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ কর্তৃপক্ষ।

সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার: মোহনবাগান জনতার পছন্দের তারকা তথা অস্ট্রেলিয়ান ফুটবলার দিমিত্রি পেত্রাতোসকে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সবুজ মেরুনের সর্বশ্রেষ্ঠ একাদশে জায়গা দেওয়া হয়েছে।

লেফট উইঙ্গার ও স্ট্রাইকার: বলে রাখি, মোহনবাগানের সর্বকালের শ্রেষ্ঠ একাদশে লেফ্ট উইঙ্গার হিসেবে জায়গা হয়েছে শুধুই লিস্টন কোলাকোর। অন্যদিকে সর্বকালের শ্রেষ্ঠ একাদশে স্ট্রাইকার হিসেবে জায়গা পেয়েছেন বহু পরিচিত রয় কৃষ্ণা।

অবশ্যই পড়ুন: বিদেশে যে ম্যাচে সেঞ্চুরি করেন তাতেই হারে ভারতে, টিম ইন্ডিয়ার অভাগা প্লেয়ার ইনিই!

উল্লেখ্য, সবচেয়ে অবাক করার বিষয় স্প্যানিশ কোচ হোসে মোলিনার কোচিংয়ে মোহনবাগানের সাম্প্রতিক জোড়া সাফল্যের পরও সবুজ মেরুনের সর্বকালের সেরা একাদশে প্রধান কোচ হিসেবে জায়গা হয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের। যদিও এই কোচের কার্যকালেই অল্পের জন্য সিলভারওয়্যার হাতছাড়া হয়েছিল মোহনবাগান। বলে রাখি, গত মরসুমে ভাল পারফরমেন্স সত্বেও সর্বকালের সেরা একাদশে জায়গা পাননি অজি বিশ্বকাপার জেসন কামিংস।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join