CBSE, ICSE নাকি রাজ্য বোর্ড, সন্তানের জন্য কোনটি ভালো? দেখে নিন সমস্ত তথ্য

Published on:

Education Board

সৌভিক মুখার্জী, কলকাতা: সন্তান কোন বোর্ডে (Education Board) পড়বে, CBSE, ICSE নাকি রাজ্য বোর্ড? এই প্রশ্ন সব অভিভাবকের মনেই ঘুরপাক খায়। এমনকি আত্মীয়-প্রতিবেশী থেকে শুরু করে সমাজের সবাই জিজ্ঞাসা করে যে, তোমার ছেলের স্কুল CBSE তো? রাজ্য বোর্ডে পড়লে কী হবে? হ্যাঁ, এই ধরনের প্রশ্নই ঘুরে বেরায় আমাদের চারপাশে। তবে আজকের প্রতিবেদনে আমরা জানবো, সন্তানের জন্য CBSE, ICSE নাকি রাজ্য বোর্ড, কোনটি সেরা এবং কেন সেরা, সে সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সমাজ কী বলছে?

দেখুন, ICSE বোর্ডের পড়ুয়া মানেই তাদের ধরে নেওয়া হয়ে ইংরেজি এবং সংস্কৃততে বিরাট দক্ষ। আবার CBSE বোর্ডের পড়ুয়াদের ধরা হয় পড়াশোনায় সিরিয়াস, বিশেষ করে বিজ্ঞান বিভাগে। তবে দুর্ভাগ্যজনক ভাবে রাজ্য বোর্ড অনেকটাই পিছিয়ে। কারণ, এখানে যেন কিছু একটা কমতি রয়েছে। তবে আদতে এই ধারণাগুলি বেশিরভাগই গুজব। কারণ, বাস্তবে একজন ছাত্রের মেধা বা ভবিষ্যৎ বোর্ডের উপর নির্ভর করে না, বরং তার নিজের চেষ্টা, পরিবারের সমর্থন এবং শিক্ষার মানের উপরেই নির্ভর করে।

ICSE বোর্ডের কী বৈশিষ্ট্য?

বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, ICSE বোর্ডে মূলত ভাষা ও সাহিত্যের প্রতি জোর দেওয়া হয়। বিশেষ করে সাহিত্যিক এবং বিশ্লেষণাত্মক পড়াশোনা হয় এই বোর্ডে। পাশাপাশি প্রজেক্টভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয় এবং ইংরেজিতে দক্ষতা বাড়ানো হয়। এছাড়া হিউম্যানিটিজ, মিডিয়া, আইন, সৃজনশীল কেরিয়ারের দিকে ঝোঁক বাড়ে এই বোর্ডে পড়াশোনা করলে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

CBSE বোর্ডের কী বৈশিষ্ট্য?

সূত্র বলছে, CBSE বোর্ডে পড়াশোনায় গঠনমূলকতা, স্পষ্টতা, কম্পিউটার এক্সামের উপর ফোকাস করা হয়। পাশাপাশি JEE, NEET, UPSC-র সঙ্গে এই বোর্ডের ভালো সংযোগ থাকে। ফলে ভবিষ্যতে কোনোরকম সমস্যায় পড়ে না পড়ুয়ারা। CBSE বোর্ড মূলত সায়েন্স বিভাগে বেশি ফোকাস করে। পাশাপাশি চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, প্রশাসনিক কেরিয়ার গঠনেও CBSE বোর্ডের ভূমিকা প্রচুর।

রাজ্য বোর্ডের বৈশিষ্ট্য কীরকম?

বিভিন্ন রাজ্যের যে বোর্ড রয়েছে, সেগুলো মূলত স্থানীয় ভাষা, সংস্কৃতিক, সামাজিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে সিলেবাস নির্ধারণ করে। পাশাপাশি গ্রাম ও শহরতলীর পড়ুয়াদের জন্য সহজলভ্য পড়াশোনা হয় এই বোর্ডে। তবে হ্যাঁ, সঠিক সুযোগ পেলে পড়ুয়ারা অবশ্যই সফলতা অর্জন করে।

আরও পড়ুনঃ এক লাফে ৫৮ টাকা! মাসের শুরুতে বিরাট দর পতন LPG সিলিন্ডারের দামে

অভিভাবকদের মনোভাব কেমন দরকার?

আসলে কোন বোর্ড ভালো বা কোন বোর্ডে পড়াশোনা ভালো হয়, এই প্রশ্নটাই ভুল! প্রশ্ন এরকম হওয়া উচিত যে, কোন বোর্ড আমার সন্তানের জন্য উপযুক্ত! যদি সন্তান সৃজনশীল বা বইপ্রেমী হয়, তাহলে অবশ্যই ICSE বোর্ড সেরা বিকল্প হতে পারে। আবার যদি সন্তান স্ট্রাকচার্ড পড়াশোনা বা প্রতিযোগিতায় আগ্রহী হয়, তাহলে CBSE বোর্ড হতে পারে সেরা বিকল্প। আর যদি স্থানীয় ভাষায় স্বাচ্ছন্দ্যবোধ করে বা কাছাকাছি স্কুল দরকার হয়, তাহলে রাজ্যের বোর্ড সেরা বিকল্প হতে পারে। 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group