সৌভিক মুখার্জী, কলকাতা: ভবিষ্যতের জন্য চিন্তা মুক্ত থাকার জন্য সঞ্চয় সবথেকে বড় হাতিয়ার। পিপিএফ বলুন বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা কিষণ বিকাশ পত্র, এরকম হাজার হাজার স্কিম রয়েছে বাজারে। তবে সুদের (Interest Rate) ওঠানামা নিয়ে অনেকের মধ্যেই চিন্তা থাকে। তবে জুলাই মাসের প্রথম দিনেই সুখবর দিল কেন্দ্র। কারণ পরবর্তী তিন মাসে সেরকম কোনো সুদের হারে পরিবর্তন হচ্ছে না।
সম্প্রতি অর্থমন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর সেখানে জানানো হয়েছে যে, আগামী ত্রৈমাসিকে সমস্ত ধরনের ছোট সঞ্চয় প্রকল্পে এপ্রিল-জুন, 2025 ত্রৈমাসিকের মতোই সুদ দেওয়া হবে। অর্থাৎ, একটানা ছয় মাস একই হারে সুদ পাবে গ্রাহকরা।
কোন স্কিমে কত সুদ?
বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল—
- সুকন্যা সমৃদ্ধি যোজনাতে 8.2% হারে বর্তমানে সুদ দেওয়া হচ্ছে এবং এই হারেই সুদ দেওয়া হবে। বলে রাখি, মেয়ের জন্মের পর থেকে দশ বছর বয়স পর্যন্ত এই স্কিমের অ্যাকাউন্ট খোলা যায়।
- পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বর্তমানে 7.1% হারে সুদ দেওয়া হচ্ছে। এটি একটি 15 বছরের লং টার্ম সেভিংস স্কিম। এমনকি এখানে কর ছাড়ের সুবিধাও রয়েছে।
- ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে 7.7% হারে সুদ দেওয়া হচ্ছে। বলে দিই, নির্দিষ্ট মেয়াদে এই স্কিমে বিনিয়োগে করলে নিরাপদ রিটার্ন পাওয়া যায় এবং আয়কর ছাড় পাওয়া যায়।
- কিষান বিকাশ পত্র স্কিমে বর্তমানে 7.5% হারে সুদ দেওয়া হচ্ছে এবং এই হারেই সুদ পাবে গ্রাহকরা। বলে রাখি, এই স্কিমে বিনিয়োগের মেয়াদ 115 মাস।
- তিন বছরের মেয়াদি ফিক্সড ডিপোজিটে বর্তমানে 7.1% হারে সুদ দেওয়া হচ্ছে এবং আগামী তিন মাস এই হারেই সুদ দেওয়া হবে।
- পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে 4% হারে সুদ দেওয়া হচ্ছে। এমনকি এই স্কিমে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ এবং যেকোনো নাগরিক আবেদন করতে পারে।
আরও পড়ুনঃ দিনের পর দিন দরপতন, খুব শীঘ্রই ৭৬ হাজার টাকায় পৌঁছতে পারে সোনা
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, বৈশ্বিক বাজারের সুদের হার এবং দেশের আর্থিক অবস্থার উপর নজর রেখেই আপাতত কোনোরকম পরিবর্তন আনা হচ্ছে না। আসলে সুদের হার বাড়ালে সরকারের ঋণের বোঝা আরও বেড়ে যেতে পারে, আবার কমালে বিনিয়োগকারীদের উৎসাহ কমে যেতে পারে। তাই সুদের হার অপরিবর্তিত রাখা বলেই মনে করছে অর্থ মন্ত্রক।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |