ভারতের মুকুটে নয়া পালক! আকাশ মিসাইল ও গরুড় কামান কিনতে চলেছে ব্রাজিল

Published on:

Akash Air Defense System

সৌভিক মুখার্জী, কলকাতা: ইতিমধ্যেই মেক ইন ইন্ডিয়া প্রযুক্তি বিশ্ব বাজারে নজর কেড়েছে! এবার দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিধর দেশ ব্রাজিল বিরাট কীর্তি ঘটালো। হ্যাঁ, ভারতের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম (Akash Air Defense System) ও গরুড় কামান কিনতে এবার তারা আগ্রহ দেখিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ব্রাজিল সফরের আগে এই খবর একেবারে আলোচনা শিরোনামে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারত ব্রাজিল দ্বিপাক্ষিক সামরিক চুক্তি?

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রকের সচিব পি কুমারন এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ব্রাজিলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা চলছে। এমনকি তারা বেশ কিছু ভারতীয় প্রতিরক্ষা প্ল্যাটফর্মের প্রতি নিজেদের আগ্রহ প্রকাশ করেছে।

তার দাবি, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, গরুড় কামান, কোস্টাল সার্ভেইল্যান্স সিস্টেম, যুদ্ধক্ষেত্রে কমিউনিকেশন এবং অফশোর প্যাট্রোল ভেসেল কিনতে সম্প্রতি ব্রাজিল আগ্রহ দেখিয়েছে। এমনকি তাদের স্করপিন সাবমেরিন রক্ষণাবেক্ষণে ভারতের অংশীদারিত্বও চেয়েছে ব্রাজিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

যেকোনো দেশকেই গুঁড়িয়ে দেবে ভারতের মিসাইল সিস্টেম

বলে রাখি, DRDO-র তৈরি আকাশ এয়ার মিসাইল সিস্টেম একটি মধ্যম পাল্লার মোবাইল সার্ফেস টু এয়ার মিসাইল প্ল্যাটফর্ম। এর পার্লার মোটামুটি 25 থেকে 45 কিলোমিটার, সর্বোচ্চ 20 কিলোমিটার উচ্চতা পর্যন্ত আক্রমণ করতে পারে। পাশাপাশি এর গতি 1.8 থেকে 2.5 Mach। আর এটি অনায়াসে যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, সার্ফেস মিসাইল গুঁড়িয়ে দিতে পারে। 

জানিয়ে রাখি, অপারেশন সিঁদুরের সময় আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে পাকিস্তানের একাধিক ড্রোন এবং মিসাইল হামলাগুলিকে গুঁড়িয়ে দিয়েছিল। আর এর হাই কিল প্রোবাবিলিটি এবং একসঙ্গে একাধিক হামলা সামলানোর ক্ষমতা বিশ্বের চোখে আরও অপ্রতিরোধ্য বানিয়ে তুলেছে। 

আরও পড়ুনঃ উঁচু মানেই UP নয়! ভারতীয় রেলে কীভাবে আপ ও ডাউন নির্ধারণ করা হয়েছে জানেন?

ভারতের আরেক ভরসা গরুড় কামান

বলে রাখি, গরুড় হল ভারতীয় সেনাবাহিনীর আধুনিক আর্টিলারি সিস্টেম। এটি দ্রুত মোতায়নযোগ্য এবং উপকূলবর্তী যুদ্ধক্ষেত্রের জন্য একেবারে সেরা বিকল্প। এমনকি নির্ভুল লক্ষ্যভেদ করার সক্ষমতা এটিকে আরও বিশ্বমঞ্চে বিশেষ করে তুলেছে। আর এই কামান এখন শুধুমাত্র দেশের মধ্যে নয়, বরং ব্রাজিলের মতো আন্তর্জাতিক বাজারও কেনার প্রতি আগ্রহ দেখিয়েছে।

প্রসঙ্গত বলে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 5 থেকে 8 জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত হতে চলা 17তম ব্রিকস সম্মেলনে যোগদান করবেন। ব্রাজিল ছাড়াও ঘানা, আর্জেন্টিনা, নামিবিয়া ও ট্রিনিদাদের মতো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এখন দেখার, ব্রাজিলের আগ্রহে ভারত সবুজ সংকেত দেয় কিনা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group