টানা ১ সপ্তাহ বন্ধ থাকবে বাংলার শিক্ষা-সহ তিনটি পোর্টাল! বিশেষ বিজ্ঞপ্তি শিক্ষা দফতরের

Published on:

Portals Closed For A Week

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের সরকারি কর্মীদের সঙ্গে ইতোমধ্যে DA সংক্রান্ত মামলা নিয়ে ইতিমধ্যেই সংঘাত বেঁধেছে প্রশাসনের। সুপ্রিম কোর্টে জোরদার চলছে আইনি লড়াই। আর এই আবহে এবার উচ্চ শিক্ষা দফতরের চারটি পোর্টাল বন্ধ (Portals Closed For A Week) রাখা হচ্ছে। জানা গিয়েছে আগামী সাত দিন কোনো কাজ করা যাবে না এই পোর্টালগুলিতে। এমনই বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দফতর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি

গতকাল, সোমবার, এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা দফতর জানিয়েছে যে, আজ অর্থাৎ ১ জুলাই সকাল ১০টা থেকে আগামী ৭ দিন সরকারের বিশেষ ৪টি পোর্টাল বন্ধ থাকবে। এই ৪টি পোর্টাল হল বাংলার শিক্ষা পোর্টাল, উৎসশ্রী, আইওএসএমএস ও স্কলারশিপ। বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে এই চারটি পোর্টাল পুনরায় আগামী ৭ জুলাই সকাল ১১টায় খোলা হবে। জানা গিয়েছে এই ৭ দিন পোর্টালের আপগ্রেডেশনের জন্য কাজ করা হবে তাই বন্ধ রাখা হচ্ছে।

সবটাই চলে আসবে রাজ্যের আওতায়

সরকারি সূত্রে জানা গিয়েছে, বাংলার শিক্ষা পোর্টাল, উৎসশ্রী, আইওএসএমএস ও স্কলারশিপ এই চারটি পোর্টাল নিয়ন্ত্রণ করা হত কেন্দ্রীয় ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার মারফত। পরে বাংলার শিক্ষা পোর্টাল ও উৎসশ্রী বাংলার শিক্ষা ওয়েবসাইটের অধীনে থাকলেও বাকি দু’টি অর্থাৎ আইওএসএমএস ও স্কলারশিপ সংযুক্ত ছিল না। তবে এবার রাজ্য সরকারের অধীনে নিয়ে আসা হবে এই চারটি পোর্টাল। যা সম্পূর্ণ পরিচালন করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডেটা সেন্টার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কোন পোর্টালের কী কাজ?

মূলত বাংলার শিক্ষা পোর্টাল মারফত পড়ুয়াদের তথ্য পূরণ-সহ আরও কাজ করা হয়। এবং উৎসশ্রী পোর্টাল মারফত শিক্ষক শিক্ষিকাদের মিউচুয়্যাল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফার-এর যাবতীয় কাজ করা হয়। পাশাপাশি IOSMS এর সাহায্যে কর্মীদের বেতন সংক্রান্ত সমস্ত তথ্য পূরণ, যাচাইকরণ হয়। অন্যদিকে পড়ুয়াদের স্বার্থে এবং পড়াশোনার অগ্রগতির জন্য স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। সেগুলির আবেদন প্রক্রিয়া এবং সমস্ত কাজ এই স্কলারশিপ পোর্টালের মাধ্যমে করা হয়ে থাকে।

আরও পড়ুন: ‘দিতেই হবে ২৫% বকেয়া DA’, নবান্নে গেল চিঠি! চাপ বাড়বে পশ্চিমবঙ্গ সরকারের

এই প্রসঙ্গে, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন যে, ‘‘NIC-র নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে সব পোর্টাল রাজ্য সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার আসল কারণ কী আমরা বুঝতে পারলাম না! তবে নিশ্চই কোনো কারণ রয়েছে। তবে, ভবিষ্যতে যাতে একসঙ্গে অনেক কাজ করার জন্য সার্ভার ডাউন না হয়ে যায় সেটা শিক্ষা দফতরকে সুনিশ্চিত করতে হবে এবং তথ্য সুরক্ষিত রাখতে হবে, তবেই পোর্টালের কাজ সার্থক হবে।’’

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group