মুসলিমদের শোক পালনের দিন এটি, এবছর কবে পড়ছে মহরম? জেনে নিন

Published on:

Muharram 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাসই হলো মহরম (Muharram 2025)। হ্যাঁ, ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে পবিত্র মাস এটি। এদিকে জুনের শেষদিকে এবার চাঁদের দেখা মিলেছে আকাশে। আর চাঁদ দেখার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে ইসলামিক নববর্ষ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে এটি এমন একটি মাস, যেখানে আনন্দের পরিবর্তে থাকে নীরবতা, আর উৎসাহের বদলে ইসলাম ধর্মাবলম্বীদের চোখে থাকে জল। কারণ, এই মাসেই ঘটেছিল ইসলাম ধর্মের সবথেকে হৃদয়বিদারক অধ্যায় কারবালার যুদ্ধ (Battle of Karbala)।

কবে পড়ছে মহরম 2025? | Muharram 2025 Date |

বলে দিই, ভারতে 26 জুন রাতে চাঁদের দেখা মিলেছে। কলকাতার নাখোদা মসজিদের কেন্দ্রীয় রুইয়াতে হিলাল কমিটি ঘোষণা করেছে যে, 27 জুন শুক্রবার ইসলামিক নববর্ষের প্রথম দিন হিসেবে গণনা করা হবে। আর সেই হিসাব অনুযায়ী, 2025 সালে মহরম পড়ছে 6 জুলাই, রবিবার। অর্থাৎ, 5 জুলাই, শনিবার জাগরণ রাত পালিত হবে এই ধর্মে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মহরমের অর্থ কী?

মুহররম শব্দটি এসেছে আরবি হারাম শব্দ থেকে। এর অর্থ পবিত্র ও নিষিদ্ধ। আসলে ইসলাম ধর্মের চারটি পবিত্র মাসের মধ্যে এটি একটি। আল কোরানে এই মাসটিকে আল্লাহর মাস বলেই অভিহিত করা হয়েছে।

আর এই মাস শুধুমাত্র ধর্মীয় পবিত্রতার জন্য নয়, বরং আশুরা দিবসে হিজরি ক্যালেন্ডারের দশম দিন। ইতিহাস বলছে, এই দিনটিতেই ইরাকের কারবালার প্রান্তরে নির্মম এক যুদ্ধের ঘটনা ঘটে, যা মুসলমানদের বুকে বেদনার ছাপ ফেলে যায়। আর সেটিই কারবালার যুদ্ধ হিসেবে পরিচিত।

কারবালার ঘটনা

ইতিহাস বলছে, 680 খ্রিস্টাব্দে ইসলামের মহানবী হযরত মুহাম্মদের দৌহিত্র হযরত ইমাম হুসাইন তৎকালীন স্বৈরাচারী শাসক ইয়াজিদের অন্যায়ের বিরুদ্ধে পথ নেমেছিলেন। তখন ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদের বিরাট বাহিনীর বিরুদ্ধে তার পরিবার এবং 72 জন সংগীত করেন। আর এই ঘটনাটি দশ মহরম সংঘটিত হয়েছিল, আর এটিই ইসলামের ইতিহাসে কারবালার যুদ্ধ হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ সুকন্যা যোজনা থেকে ফিক্সড ডিপোজিট, নয়া সুদের হার ঘোষণা করল কেন্দ্র

কীভাবে পালিত হয় এই মহরম?

জানা যাচ্ছে, শিয়া মুসলিমরা আশুরার দিনে শোক মিছিল করেছিলেন। আর এতে তাঁরা হুসেনের আত্মত্যাগে নিজেদের গায়ে আঘাতও করেন। সুন্নি মুসলিমদের মধ্যে অনেকে আশুরার দিনে রোজা পালন, প্রার্থনা এবং কোরআন পাঠ করেন। অনেকেই মসজিদে সভা ও মিলাদ মাহফিলেও অংশ নেয়। সে কারণেই এই দিনটি মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিশেষ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group