বিক্রম ব্যানার্জী, কলকাতা: ট্রান্সফার উইন্ডো খুলতেই কলকাতার ঐতিহ্যবাহী দল ইস্টবেঙ্গলকে (East Bengal FC) নিয়ে উঠে আসছে একাধিক খবর। ভারতীয় ফুটবলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, অন্যান্য প্রতিপক্ষদের সাথে পাল্লা দিয়ে দেশি-বিদেশি ফুটবলার সই করাচ্ছে ইস্টবেঙ্গল।
সাম্প্রতিক সময়ে, একাধিক নতুন নতুন ফুটবলারের সাথে নাম জড়িয়েছে মশালবাহিনীর। এমতাবস্থায়, উঠে আসছে আরও এক বড় খবর। শোনা যাচ্ছে, প্রতিপক্ষ ডিফেন্ডারদের ঘুম ওড়াতে এবার হায়দরাবাদ এফসির হয়ে খেলা এক মিজো ফরোয়ার্ডকে সই করাতে চাইছে লাল হলুদ।
কাকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল?
বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র বলছে, হায়দরাবাদ এফসির হয়ে খেলা মিজো ফরোয়ার্ড রামহলুঞ্চহুঙ্গাকে সই করাতে চাইছে মশালবাহিনীর ম্যানেজমেন্ট। যদিও ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে FSDL ও ফেডারেশনের মধ্যে চলা অস্বস্তিকর আবহে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না, ইস্টবেঙ্গল। তবে ফুটবলারদের সই না করালেও তাঁদের সাথে মৌখিক চুক্তি সেরে রাখতে চায় বাগান প্রতিবেশী।
মনে করা হচ্ছে, হয়তো সেই সূত্র ধরেই এবার এই মিজো ফুটবলারের সাথে কথাবার্তা পাকা করতে চলেছে লাল হলুদ। যদিও সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি হায়দরাবাদের হয়ে খেলা এই ফুটবলারের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন ইস্টবেঙ্গল কর্তারা। কাজেই সব ঠিক থাকলে আগামীতে মিজো তারকার ঠিকানা যে কলকাতার বট বৃক্ষের তলায় হবে সেই আশা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
অবশ্যই পড়ুন: দ্বিতীয় টেস্টে জায়গা পেলেন না টিম ইন্ডিয়ার পথের কাঁটা
ইস্টবেঙ্গলের সাথে প্রতিদ্বন্দ্বিতায় পাঞ্জাব এফসিও
একাধিক সূত্র মারফত খবর, ইস্টবেঙ্গলের নজরে থাকা মিজো তারকাকে নিতে এবার নাকি ময়দানে ঝাঁপিয়েছে পাঞ্জাব এফসিও। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, লাল হলুদের রাডার থেকে এই তারকা ফরোয়ার্ডকে কেড়ে নিতে মোটা অঙ্কের প্রস্তাবও দিতে পারে ইন্ডিয়ান সুপার লিগের এই জনপ্রিয় দল। তবে শেষ পর্যন্ত পাঞ্জাবের কাঁটা পেরিয়ে লাল হলুদ নির্ধারিত লক্ষ্য ভেদ করতে পারি কিনা এখন সেটাই দেখার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |