এশিয়া কাপে ভারতে খেলতে আসতে পারবে না পাকিস্তান দল! ঝটকা দিতে চলেছে দিল্লি

Published:

Pakistan team may not be able to come to India to play in Asia Cup 2025
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাক সম্পর্কে বড় ধাক্কা দিয়েছে বিগত বছরগুলিতে ঘটে যাওয়া নারকীয় ঘটনাগুলি। সম্প্রতি পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের ফাটল আরও চওড়া হয়েছে। যার প্রভাব একেবারে সরাসরি গিয়ে পড়েছে দু’দেশের ক্রিকেটীয় সম্পর্কেও।

তবে ক্রিকেটে একত্রিত হওয়া নিয়ে সংশয় থাকলেও জল্পনা বেড়েছিল, হয়তো এশিয়া কাপের হকি টুর্নামেন্ট (Asia Cup 2025) খেলতে ভারতে আসবে পাকিস্তান দল। তবে সদ্য পাওয়া খবর অনুযায়ী, আপাতত সেই স্বপ্ন পূরণ হচ্ছে না পাক প্রেমীদের। খোঁজ নিয়ে জানা গেল, খুব সম্ভবত এশিয়া কাপের হকি টুর্নামেন্ট খেলতে ভারতে আসতে পারবে না পাকিস্তান হকি দল।

ভারতে আসতে পাকিস্তান দলের বাধা কোথায়?

ক্রমশ ঘনিয়ে আসছে হকি বিশ্বকাপ। তবে তার আগে চলতি বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া হকি টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বকাপে জায়গা করতে হবে দলগুলিকে। সেই সূত্র, এবছর আয়োজক দেশ যেহেতু ভারত তাই বিহারের রাজগিরে আগামী 27 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপের হকি প্রতিযোগিতা।

যেই আসরে অংশ নেওয়ার কথা রয়েছে, জাপান, চিন, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে, কোরিয়া ও পাকিস্তানের। তবে সূত্রের খবর, বাকি দলগুলির এশিয়া হকি প্রতিযোগিতায় অংশ নেওয়া হলেও হয়তো এবারের মতো ভারতে এসে হকি প্রতিযোগিতায় সামিল হওয়া হবে না পাকিস্তানের। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের সাথে সাম্প্রতিক সংঘাতের কথা মাথায় রেখে হয়তো এদেশের হকি প্লেয়ারদের ভারতে আসার ভিসা দেবে না দিল্লি।

এ প্রসঙ্গে, হকি ইন্ডিয়ার এক কর্মকর্তা বলেছেন, প্রতিমুহূর্তে সরকারের সাথে কথাবার্তা চলছে। হকি এশিয়া কাপে পাকিস্তান দল অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে আপাতত সংশয় রয়েছে নানা মহলেই। তবে বর্তমানে পরিস্থিতি যা, তাতে আমার মনে হয় পাকিস্তান ভারতে খেলতে আসার অনুমতি পাবে না। সে ক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, শেষ পর্যন্ত আগস্টে পাকিস্তান যদি ভারতে এসে হকি এশিয়া কাপে যোগ দিতে না পারে তবে কি নতুন কোনও দলকে সুযোগ দেওয়া হবে?

অবশ্যই পড়ুন: কাজাখস্তানকে পাশে নিয়ে বিরাট প্ল্যান! এবার ভারতের কাছে হার মানবে চিন

উল্লেখ্য, হকি এশিয়া কাপের পাশাপাশি চলতি বছরের শেষের দিকে ছোটদের হকি বিশ্বকাপও আয়োজন করবে ভারত। আর সেই আসরেও যোগ দেওয়ার কথা রয়েছে পাকিস্তানের। তবে দু দেশের মধ্যে সম্পর্কের যা অবস্থা, তাতে শেষ পর্যন্ত ছোটরাও ভারতে আসার সুযোগ পাবে কিনা তা নিয়ে ক্রমশ বাড়ছে ধোঁয়াশা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join