প্রীতি পোদ্দার, কলকাতা: পরিবহন মাধ্যম হিসেবে বিশ্বের অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্ক হল ভারতীয় রেল (Indian Railways)। যাত্রী পরিষেবা সঠিক থাকলেও IRCTC-এর খাবার নিয়ে এখনও বেশ কয়েক জায়গা থেকে উঠে আসে একাধিক অভিযোগ। কখনও অভিযোগ উঠেছে খাবারের মান নিয়ে। কখনও আবার দাম বেশি নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন যাত্রীরা। তবে এবার মাত্র ১৫ টাকায় মিলবে সুস্বাদু এবং পুষ্টিকর খাবার।
মাত্র ১৫ টাকায় মিলবে খাবার!
ট্রেনে সফরের ক্ষেত্রে অনেকেরই প্রধান চিন্তা হয়ে থাকে খাওয়া-দাওয়া নিয়ে। কেমন হবে ট্রেনের খাবার? পুষ্টিকর এবং সুস্বাদু হবে কিনা, তাই অনেকেই সেই খাবার কিনতে চান না। কারণ মুখে রোচে না অনেকের। তাই এবার যাত্রীদের সুবিধার্থে ট্রেনে খাবার নিয়ে এক বড় উদ্যোগ নেওয়া হল। মাত্র ১৫ টাকায় সস্তায় পেট ভরানোর মতো খাবার দেওয়া হচ্ছে ট্রেন ও স্টেশনে। এমনই তথ্য পাওয়া গেল এক ভাইরাল হওয়া ভিডিও সূত্রে।
ভাইরাল ভিডিও
সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, একটি ছোট বাক্স রয়েছে, আর সেই বাক্সের উপরে হিন্দি এবং ইংরেজিতে ‘ইন্ডিয়ান রেলওয়ে’ লেখা। আর পাশে লেখা ‘জনতা খানা’। এই প্যাকেটটির মূল্য ১৫ টাকা। যাত্রীরা জানিয়েছেন, ২০ টাকার জনতা খানাও রয়েছে। ভিডিয়োটি শেয়ার হওয়ার পর থেকে ৮ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। কয়েকজন লিখেছেন, ‘কম দামে পেট ভরা খাবার। প্রত্যেক স্টেশনে থাকা উচিত।’
We can’t even get eggpuff at 15rs nowadays.
Providing this stuff at just 15Rs is a good move by @IRCTCofficial .
Credit where due @AshwiniVaishnaw pic.twitter.com/0RTPuywTlb— ALL HAIL ME 🐯 🚩 (@NNB9999) June 27, 2025
প্যাকেটে কী কী থাকছে?
রেল সূত্রে জানা গিয়েছে, জনতা খানার এই সাশ্রয়ী খাবারে থাকছে সাতটি লুচি, সঙ্গে থাকছে আলুর দম এবং সামান্য আচার। কেউ যদি ১৫ টাকার বিনিময়ে আরও ৫ টাকা যুক্ত করে তাহলে যাত্রীরা ২০ টাকার কম্বো মিল বেছে নিতে পারবেন। যার মধ্যে একই খাবার থাকার পাশাপাশি মিলবে ৩০০ মিলিলিটার জলের বোতল। গত বছর থেকে শুরু হওয়া ভারতীয় রেলের এই উল্লেখযোগ্য প্রয়াস সকল যাত্রীদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন: ভিড়ে ঠাঁসাঠাসির দিন শেষ! শিয়ালদা ডিভিশনে বাড়ল ট্রেন, টাইমটেবিল দিল পূর্ব রেল
আসলে এর একটাই উদ্দেশ্য, আর সেটি হল জেনারেল কামরায় যারা যাতায়াত করেন, তারা ট্রেনের খাবার পরিষেবা পান না। তাই এই যাত্রীদের কথা মাথায় রেখেই সাধ্যের মধ্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে। তবে রেকের এই উদ্যোগে সবাই যে সন্তুষ্ট, তা নয়। যাত্রীদের একাংশ ‘জনতা খানা’-এর গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |