রাস্তায় জ্যাম, রেল লাইন দিয়েই ছুটছে বাইক! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

Updated on:

Madhya Pradesh

সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ঘটল এক অবিশ্বাস্য ঘটনা, যা দেখে শিউরে উঠেছে আমজনতা! আসলে শেওপুর জেলার স্যালাপুরা এলাকায় সম্প্রতি এমনই এক হাড় হিম করা ঘটনা হতভাগ করে দিল সকলকে। আসলে শুক্রবার এক পুরনো ৭ বছর ধরে বন্ধ ন্যারোগেজ রেল লাইনের উপর দিয়ে একের পর এক বাইক আরোহীরা ছুটে গেলেন। ঠিক যেন কোনওহাইওয়ের মত। আর এই ঘটনাটি খুব তাড়াতাড়িই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিদ্যুৎ বিভ্রাটে উপজাতি সম্প্রদায়ের বিক্ষোভ

আসলে ঘটনার সূত্রপাত হয় উপজাতি সম্প্রদায়ের এক বিক্ষোভকে কেন্দ্র করে। বিদ্যুৎ সমস্যার প্রতিবাদে শেওপুরের রাস্তায় নেমেছিলে স্থানীয় উপজাতি মানুষজন। এর জেরে স্যালাপুরা কালভার্টে সৃষ্টি হয় বিরাট যানজট। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে পড়ে সাধারণ মানুষ। আর ঠিক তখনই এক যুবক অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে ফেলে। হ্যাঁ, বাইক তুলে দেয় পাশে থাকা রেললাইনের উপর।

প্রথমে একজন থেকে শুরু করে দু’জন, তারপর আরও কয়েকজন। ধীরে ধীরে দৃশ্যই পুরো বদলে যায়। প্রায় ২০০-এর বেশি বাইক রেললাইনের উপর দিয়ে চলতে থাকে। এমনকি সেই বন্ধ ন্যারোগেজ ট্র্যাকের নিচে রয়েছে গভীর চম্বল নদীর চ্যানেল। সেখান দিয়েই পাড়ি দেন বড় মানুষ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

যেখানে সামান্য পা হড়কালেই ঘটে যেত মারাত্মক দুর্ঘটনা, সেখানে এই বাইক আরোহীদের এরকম সিদ্ধান্তে শিউরে উঠল গোটা এলাকা। রেললাইনটি এমনিতেই বহু বছর ধরে বন্ধ, কোনও রক্ষণাবেক্ষণ নেই। নীচে নদী চ্যানেল, আর ওপরে পুরনো ট্র্যাকের বিপজ্জনক অবস্থা সত্বেও তারা এভাবে পাড়ি দিলেন। একটি ছোট ভুলেই চলে যেত বহু প্রাণ, তবুও কেউ থামেনি।

আরও পড়ুনঃ লাগু নয়া নিয়ম! মোবাইল নম্বরের সাথে এই ছোট্ট ভুল করলেই বুক হবে না তৎকাল টিকিট

ভাইরাল হয়ে গেল ভিডিও

যখন এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে, তখন সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। কারণ যেখানে এরকম হাড় হিম ঘটনা ঘটছে, সেখানে পুলিশ বা কোনও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে কেউ কেন এগিয়ে এসে তাদের থামানোর চেষ্টা করছে না? এমনই প্রশ্ন তুলছে আমজনতা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group