সৌভিক মুখার্জী, কলকাতা: চলছে বর্ষার মরসুম। চারদিকে বৃষ্টির টুপটাপ শব্দ, বাতাসে মাটির গন্ধ, আর মনোরম আবহাওয়া! কিন্তু এই সৌন্দর্যের মধ্যে লুকিয়ে থাকে এমন কিছু অসুবিধা, যা সাধারণ মানুষকে বিপাকে ফেলে। হ্যাঁ, জামাকাপড় তো শুকোয় না, আর সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় ঘরে পোকামাকড়ের আনাগোনা।
আসলে পিঁপড়ে মশা-মাছি তো আছেই। তবে বর্ষায় যাদের দৌরাত্ম্য সবথেকে বাড়ে, তা হল কেন্নো। ছোট, নরম এই পোকাটি অনেকেরই গা ঘিনঘিন করার প্রধান কারণ। আর এই সময় একটু অসাবধান হলেই গোটা বাড়িতেই ছড়িয়ে পড়তে পারে এই কেন্নোর আনাগোনা।
কেন বর্ষাকালেই বাড়ে কেন্নোর উপদ্রব?
আসলে বর্ষাকালে বাতাসের আদ্রতা বাড়ে। ঘরের কোন থেকে শুরু করে বাথরুম, রান্নাঘর, যেখানে একটু আদ্রতা বেশি থাকে, সেখানে দেখা মেলে এই সমস্ত পোকামাকড়ের। আর খোলা দরজা জানলা, পুরনো কাঠের ফাঁকফোকর, এমনকি বাড়ির পেছনের বাগান থেকেও এই পোকামাকড়ের উপদ্রব বাড়ে।
ঘর থেকে কেন্নো তাড়াতে মেনে চলুন কিছু সহজ উপায়
দেখুন, ঘর কখনো স্যাঁতসেঁতে রাখবেন না। দিনের আলো ধুকতে দিন এবং রোদ লাগানোর চেষ্টা করুন।বারান্দা ও জানলায় পাশাপাশি রান্নাঘর, বাথরুমে যেন কোনও জায়গায় জল জমে না থাকে, সেদিকে নজর রাখুন। ঘরের কোনে ডায়াটোমেশিয়াস আর্থ পাউডার ছড়িয়ে রাখতে পারেন। এতে কেন্নোর শরীর শুকিয়ে যায় এবং তারা মারাও পড়ে।
পাশাপাশি আর্দ্র স্থানে একটু বোরিক অ্যাসিড ছড়িয়ে দিলে কেন্নোর হজম ক্ষমতা নষ্ট হয়ে মারা পড়ে। তবে হ্যাঁ, সাবধান। শিশু বা পোষা প্রাণী থাকলে এই জিনিস ব্যবহার করবেন না। পাশাপাশি ঘরের দেওয়াল মেজে বা দরজার কোনও ফাটল বা গর্ত থাকলে তা দ্রুত ভরাট করে ফেলুন। পুরনো প্লাম্বিং, জং ধরা ওয়ারিং ঠিক করুন, যাতে কোথাও আদ্রতা না জমতে পারে।
পাকা ফলের টুকরো দিয়ে বাজিমাত
পাশাপাশি একটি প্লাস্টিক বোতলে কিছু পাকা ফলের টুকরো নিন। এবার বোতলের মুখে একটু সরু পাইপ লাগিয়ে ভালো করে টেপ দিয়ে আটকে দিন। আর এই বোতলটিকে মাটিতেই রেখে দিন। পরে পচতে শুরু করলে গন্ধে আকৃষ্ট হয়ে কেন্নো এমনিতেই বোতলের ভিতরে ঢুকে পড়বে। তারপর বোতলটিকে বাইরে ফেলে দিন।
আরও পড়ুনঃ উঁচু মানেই UP নয়! ভারতীয় রেলে কীভাবে আপ ও ডাউন নির্ধারণ করা হয়েছে জানেন?
প্রাকৃতিক তেলেও মিলবে বিরাট ফল
বেশ কয়েকটি রিপোর্ট ঘেঁটে জানা গেল, টি ট্রি অয়েল ও পেপারমিন্ট অয়েল কেন্নো তাড়ানোর জন্য বিরাট ভূমিকা রাখে। হ্যাঁ, এই এসেনশিয়াল অয়েলগুলি জল মিশিয়ে স্প্রে করে দিলেই বাজিমাত। কারণ দরজার ফাঁকে, জানালায়, গাছের টবে, মাটিতে কিংবা বাগানে যদি এই অয়েল স্প্রে করে দিতে পারেন, তাহলে বাপ বাপ বলে পালাবে কেন্নো। তাই আজই এই টিপসগুলি মানুন এবং মুক্তিপান এই সমস্ত পোকামাকড়ের উৎপাত থেকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |