মিলছে না মাঠ! ডুরান্ড কাপের আগেই বিরাট সমস্যায় ইস্টবেঙ্গল-মোহনবাগান

Published:

East Bengal-Mohun Bagan in big trouble ahead of Durand Cup 2025
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজেদের ঘরের মাঠ থাকতেও ডুরান্ড কাপের (Durand Cup 2025) আগে একেবারে হন্যে হয়ে অনুশীলনের ময়দান খুঁজে বেড়াতে হয়েছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে। জানা যাচ্ছে, দুই প্রতিবেশীর মাঠ বর্তমানে সেনাবাহিনীর দখলে। গতকালই যুবভারতী সংলগ্ন দুটি প্র্যাকটিস গ্রাউন্ড নিজেদের আওতায় নিয়েছে সেনারা। ফলত, ডুরান্ড কাপের প্রাক্কালে প্র্যাকটিসের জন্য দুই ময়দান প্রধানকে ছুটতে হচ্ছে শহরের দু প্রান্তে।

কোথায় প্রস্তুতি নেবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, নিজেদের মাঠ সেনাবাহিনীর দখলে থাকায় দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে অনুশীলনের ময়দান খুঁজে পেয়েছে ইস্ট-মোহন। আপাতত যা খবর, ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলের ছেলেরা অনুশীলন করবে হাওড়া স্টেডিয়ামে। অন্যদিকে মোহনবাগানের অনুশীলন গ্রাউন্ড এখন নিউটাউন সেন্টার অফ এক্সিলেন্সের মাঠ।

ডুরান্ড কাপে আদৌ খেলবে মোহনবাগান?

কলকাতা লিগের শুরুটা একেবারেই প্রত্যাশা মতো হয়নি মোহনবাগানের। পুলিশ এসির কাছে জোরালো ধাক্কা খেয়ে বর্তমানে পরাজয়ের কারণ খুঁজছে সবুজ মেরুন। এদিকে ডুরান্ড কাপ শুরু হতে এখনও 22 দিন বাকি। আর তার আগেই অনুশীলন ময়দান নিয়ে একেবারে সমস্যায় জর্জরিত দুই ময়দান প্রধান। যদিও এখনও টুর্নামেন্টের সূচি প্রকাশ্যে আসেনি।

অবশ্যই পড়ুন: এশিয়া কাপে ভারতে খেলতে আসতে পারবে না পাকিস্তান দল! ঝটকা দিতে চলেছে দিল্লি

এদিকে টুর্নামেন্ট নিয়েও তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। তার ওপর আবার সম্প্রতি মোহনবাগানের ডুরান্ডে অংশগ্রহণ বিষয়টিও বড়সড় সংশয়ের জায়গা তৈরি করেছে। আসলে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে ফেডারেশন ও FSDL-এর জট থাকায় এবার ডুরান্ড কাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে মোহনবাগান, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের অনেকেই।

কাজেই ডুরান্ড কাপে বাগানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার পর এবার সেনাবাহিনীর মাঠ অধিগ্রহণের বিষয়টি বাগানের ডুরান্ড অংশগ্রহণে আরও খানিকটা বাধা হয়ে দাঁড়াল বলা যায়! তবে প্রতিবেশীকি নিয়ে অনিশ্চয়তার মাঝে ডুরান্ড কাপে অংশগ্রহণ করতে মরিয়া ইস্টবেঙ্গল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join