তৃতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশনে বড় বদল! বিজ্ঞপ্তি প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

Published on:

WBCHSE

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের পরিবর্তন উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশন সূচি! পূর্ব নির্ধারিত নিয়ম মেনে হবে না হবে না ছাত্র ছাত্রীদের এনরোলমেন্ট প্রক্রিয়া। সম্প্রতি প্রকাশিত হল নয়া এনরোলমেন্ট প্রক্রিয়ার সময়সূচি। আগামী ২৪ জুলাই পর্যন্ত তৃতীয় সেমিস্টারের এনরোলমেন্ট ফর্ম অনলাইনে জমা দিতে পারবে ছাত্র ছাত্রীরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বন্ধ থাকবে একাধিক পোর্টাল

কিছুদিন আগেই শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিল ১ জুলাই সকাল ১০ টা থেকে আগামী ৭ দিন বিশেষ ৪ টি পোর্টাল বন্ধ থাকবে। আর সেই পোর্টালগুলি হল বাংলার শিক্ষা পোর্টাল, উৎসশ্রী পোর্টাল, আইওএসএমএস এবং স্কলারশিপ পোর্টাল। জানা গিয়েছে এই পোর্টালগুলি আগামী ৭ জুলাই সকাল ১১ টায় পুনরায় খুলবে।

এদিকে উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে ভর্তি হওয়া থেকে শুরু করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া— সবটাই অনলাইনের মাধ্যমে বাংলার শিক্ষা পোর্টালে সম্পূর্ণ করতে হয়। তাই সেই কারণে বিশেষ ব্যবস্থা নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পিছিয়ে দেওয়া হল সময়সূচি |

সংসদের তরফে জানানো হয়েছে যেহেতু ‘বাংলার শিক্ষা পোর্টাল’-এ বেশ কিছু সমস্যা হওয়ার কারণে আগামী ৭ জুলাই পর্যন্ত ওই পোর্টাল বন্ধ রাখা হচ্ছে, তাই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্টের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

নয়া সূচি অনুযায়ী, স্কুলগুলি ৭ জুলাইয়ের পরিবর্তে ১৪ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত তৃতীয় সেমিস্টারের এনরোলমেন্ট ফর্ম অনলাইনে জমা দিতে পারবে। এছাড়াও কন্টিনিউয়িং এবং স্পেশাল ক্যান্ডিডেটদের নাম নথিভুক্ত করার জন্যও ১৪ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত পোর্টাল চালু রাখা হবে।

ত্রুটি সংশোধন প্রক্রিয়াও পিছিয়ে দেওয়া হয়েছে

তৃতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশন চেক লিস্ট পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১১ জুলাই প্রকাশ করার কথা। কিন্তু এবার তার বদলে ২৩ জুলাই প্রকাশ করা হবে। আর সেই তালিকা মিলিয়ে স্কুলগুলিকে ৯ জুলাইয়ের মধ্যে ত্রুটি সংশোধন সম্পূর্ণ করে নিতে হবে। এই ত্রুটি সংশোধন করার কথা ছিল ২৮ জুলাই। অন্যদিকে শিক্ষা সংসদের অনলাইন পোর্টাল মারফত স্কুলগুলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ১৩ জুলাই থেকে ডাউনলোড করতে পারবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: AIIMS থেকে ছুটি পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তবে এখনই ফিরছেন না কলকাতায়

যেহেতু সমস্ত প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে তাই একাদশে রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার সময়সীমাও ১২ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ ক্ষেত্রে যাঁরা সেমিস্টার পদ্ধতিতে দ্বাদশে ভর্তি হতে চান, তাঁরাও ১২ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

শিক্ষা সংসদের এই নয়া বিজ্ঞপ্তি নিয়ে বেশ খুশি শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। একাদশের রেজিস্ট্রেশন এবং তৃতীয় সেমিস্টারের এনরোলমেন্ট সংক্রান্ত সূচি পরিবর্তিত হওয়ায় ছাত্র-ছাত্রীরা আরও বেশ কিছুটা সময় পাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group