বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ শুরু হতে আর মাত্র 22 দিন বাকি। আর তার ঠিক আগেই টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শতাব্দি প্রাচীন এই টুর্নামেন্ট আয়োজন করতে কার্যত ঘাম ঝরছে সেনাবাহিনীর। কেননা, ইতিমধ্যেই ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে জটিলতা আরও বেড়েছে।
এমতাবস্থায়, অপেক্ষা নিয়েই ডুরান্ড কাপ আয়োজন করতে চাইছেন উদ্যোক্তারা। পরিস্থিতি যখন এমন ঠিক সেই আবহে, শোনা যাচ্ছে, ডুরান্ড কাপের শুরুটা হবে ইস্টবেঙ্গলের (East Bengal FC) ম্যাচ দিয়ে। হ্যাঁ, সূত্রের খবর, ইন্ডিয়ান সুপার লিগের জটিলতা ডুরান্ড কাপ আয়োজনে সমস্যা তৈরি করলেও শতাব্দি প্রাচীন প্রতিযোগিতার প্রথম ম্যাচ গড়াবে ইস্টবেঙ্গলের হাত ধরেই।
বিষ্ণুদের নিয়ে ডুরান্ড কাপ খেলবে ইস্টবেঙ্গল
আপাতত যা খবর, ডুরান্ড কাপে নামতে একপ্রকার মরিয়া হয়ে উঠেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল ইস্টবেঙ্গল। আর সেই সূত্র ধরেই এবার, ডুরান্ড কাপের আসর জমাতে পারেন লাল হলুদের ডেভিড, পিভি বিষ্ণু ও এডমুন্ড লালরিন্দিকারা। যদিও শেষ পর্যন্ত কোন একাদশ নিয়ে ডুরান্ড কাপে নামা হবে তা এখনও চূড়ান্ত করেনি লাল হলুদ ম্যানেজমেন্ট।
ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষকে?
বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র মারফত খবর, ডুরান্ড কাপের প্রথম আসরে খুব সম্ভবত নামবে ইস্টবেঙ্গল। আসলে লাল হলুদের ম্যাচ দিয়েই শতাব্দি প্রাচীন এই টুর্নামেন্টের যাত্রা শুরু করতে চান উদ্যোক্তারা। তবে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কে হবে, তা এখনও নিশ্চিত নয়। তবে সর্বশেষ সূত্র অনুযায়ী, খুব শীঘ্রই ডুরান্ড কাপের সূচি প্রকাশ করবে কর্তৃপক্ষ।
অবশ্যই পড়ুন: মিলছে না মাঠ! ডুরান্ড কাপের আগেই বিরাট সমস্যায় ইস্টবেঙ্গল-মোহনবাগান
উল্লেখ্য, ডুরান্ড কাপ নিয়ে কিছুটা সুখবর পেলেও ঘরোয়া লিগে ইস্টবেঙ্গল বনাম সুরুচি সংঘের ম্যাচ পিছিয়ে গিয়েছে। যেটি আগামী 4 জুলাই ফ্লাইডলাইটে নৈহাটিতে গড়াবে। ওই একই দিনে মহামেডানের বিরুদ্ধে মাঠে নামবে ক্যালকাটা পুলিশ। আর ঠিক তার আগের দিন অর্থাৎ 3 জুলাই নৈহাটিতে গড়াবে, মোহনবাগান বনাম কালীঘাট স্পোর্টস লাভার্সের ম্যাচ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |