চলতি বছর কবে পড়েছে নাগ পঞ্চমীর উৎসব? জেনে নিন তিথি এবং পুজো পদ্ধতি

Published on:

Nag Panchami 2025

প্রীতি পোদ্দার, কলকাতা: কবে পড়ছে নাগ পঞ্চমী? আর কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস মানে ভগবান শিবের অত্যন্ত প্রিয় এবং পবিত্র মাস বলে বিবেচনা করা হয়। এই মাসে মহাদেবের আরাধনা করার পাশাপাশি সর্প দেবতার পুজো করারও একটি রীতি রয়েছে। এই আবহে তাই প্রতি শ্রাবণের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগ পঞ্চমী উৎসব পালিত হয়। আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কবে পড়েছে নাগপঞ্চমী?

প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগ পঞ্চমী পালিত হয়। পঞ্চাং অনুসারে, এ বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি আগামী ২৯ জুলাই, মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে। আর এই পঞ্চমী পুজোর শুভ সময় শুরু হবে ভোর ৫ টা ৪১ মিনিট থেকে ৮ টা ২৩ মিনিট পর্যন্ত।

অর্থাৎ পুজোর সময়কাল থাকবে মোট ২ ঘন্টা ৪৩ মিনিট। এদিন ব্রহ্ম মুহূর্তে ভক্তিভরে স্নান করুন এবং সূর্য নমস্কার করে পরিষ্কার পোশাক পরিধান করুন। এরপর ঈশ্বরের ধ্যান করে উপবাসের সংকল্প নিন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নাগপঞ্চমীর পূজা পদ্ধতি

সবশেষে পুজোর প্রয়োজনীয় সামগ্রী নিয়ে কাছাকাছি শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের পুজো করুন এবং দুধ দিয়ে অভিষেক করুন। এরপরই দেবাদিদেব মহাদেবকে বেলপত্র এবং জল নিবেদন করতে হবে, যা তাঁর অত্যন্ত প্রিয়। ওই একই দিনে শুভ মুহূর্তে আটটি সাপের উপাসনা করতে হবে।

আর সেই আটটি সাপ হল অনন্ত, বাসুকি, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কুলীর, কারকট এবং শঙ্খ। লোকমুখে বলা হয়, এদিন বাড়ির প্রবেশপথে গোবর দিয়ে সাপের আকৃতি তৈরি করা খুব শুভ।

আরও পড়ুন: এরা আর করতে পারবে না অনলাইনে গ্যাস সিলিন্ডার বুক! LPG বুকিংয়ে নয়া নিয়ম

পুজোর নিয়ম রীতি অনুযায়ী, সর্পদেবতার ৮টি রূপের পূজা করার সময়, তাদের দই, ভাত, দুধ, ফুল এবং মিষ্টি নিবেদন করতে হবে। এর সাথে, নাগ দেবতার মন্ত্রগুলি জপ করতে হবে। হিন্দু শাস্ত্র অনুযায়ী জানা গিয়েছে নাগ পঞ্চমীর দিন দরিদ্রদের দান করলে ঘরে সুখ ও সমৃদ্ধি উপচে পড়ে। এমনকি শরীর স্বাস্থ্য ভালো থাকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group