বেকার থাকলেও তুলতে পারবেন EPF-এর টাকা, কত তোলা যায়? জানুন পরিমাণ

Published on:

EPF money withdrawn is possible even if you are unemployed

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রয়োজনের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়ম রয়েছে। আসলে, কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা বা EPFO মূলত উচ্চশিক্ষা, চিকিৎসা, বাড়ি নির্মাণ বা বিয়ের মতো গুরুত্বপূর্ণ সময়ে PF অ্যাকাউন্টের সঞ্চিত অর্থ তোলার অনুমতি দেয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

উপরিউক্ত সমস্ত প্রয়োজনের পাশাপাশি বেকারত্বের ক্ষেত্রেও PF অ্যাকাউন্ট থেকে জমানো আমানত তোলা সম্ভব। হ্যাঁ, অনেকেই হয়তো জানেন না! যদি কোনও ব্যক্তি দীর্ঘদিন বেকার থাকেন, সেক্ষেত্রে তিনিও EPFO নির্ধারিত শতাংশের প্রয়োজনীয় অর্থ তুলতে পারবেন। বেকার অবস্থায় কত টাকা তোলা যায়? জানুন সব।

এই উপায়গুলিতে তোলা যায় অর্থ

ভারতের কর্মচারী ভবিষ্যনিধি সংস্থার নিয়ম অনুযায়ী মূলত তিনটি উপায়ে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারেন গ্রাহক। সে ক্ষেত্রে বলি, EPFO কর্তৃক চালু হওয়া নিয়ম অনুযায়ী, চাকরিতে কর্মরত অবস্থায় টাকা তোলা যাবে, তোলা যাবে আংশিক অর্থ, পেনশন হিসেবে প্রয়োজনীয় অর্থ ও PF চূড়ান্ত নিষ্পত্তি, মূলত এই 3 থেকেই 4 ধরনের উপায়ে একজন গ্রাহক তার PF অ্যাকাউন্ট থেকে প্রয়োজনীয় অর্থ তুলতে পারবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দীর্ঘদিন বেকার থাকলে কত টাকা তোলা যাবে?

ধরুন, একজন PF হোল্ডার দীর্ঘ 1 মাস ধরে কোনও কর্মসংস্থানের সাথে যুক্ত নেই, অর্থাৎ বেকার। এবার প্রশ্ন থেকে যায় তিনি কি PF অ্যাকাউন্টের অর্থ তুলতে পারবেন? এক কথায়, হ্যাঁ। একজন ব্যক্তি যদি দীর্ঘ 1 মাস ধরে বেকার থাকেন সেক্ষেত্রে তাঁকে 75 শতাংশ অর্থ তুলতে দেওয়া হবে। তবে যদি ওই একই ব্যক্তি দীর্ঘ 2 মাস বা তার বেশি সময় ধরে বেকার হয়ে থাকেন সেক্ষেত্রে তাকে PF অ্যাকাউন্টের পুরো অর্থটাই তুলে নিতে হবে।

চাকরি পরিবর্তনের সময় কীভাবে টাকা তুলবেন?

যদি কোনও চাকুরিরত ব্যক্তি তাঁর পুরনো চাকরি ছেড়ে নতুন কোনও কর্মসংস্থানের সাথে যুক্ত হন সে ক্ষেত্রে, চাকরি ছেড়ে দেওয়ার সময় তিনি তাঁর PF অ্যাকাউন্টের অর্থ স্থানান্তর করে নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর সক্রিয় থাকা দরকার। সেই সাথে জমা দিতে হবে, প্রয়োজনীয় ফর্ম।

এই পদ্ধতিতে PF-এর প্রয়োজনীয় অর্থ তোলা যাবে

আসলে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে প্রয়োজনের সময় অর্থ তুলতে গেলে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদন করা যায়। সেক্ষেত্রে একটি দাবি পত্র জমা দিতে হবে। তাছাড়াও EPFO ওয়েবসাইটে গিয়েও সহজে নিজের প্রয়োজনীয় অর্থ তোলার আবেদন করতে পারেন।

অবশ্যই পড়ুন: প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে মাসে দিতে হবে ৪ লাখ টাকা! শামিকে নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, একজন চাকুরিরত ব্যক্তি নিজের কর্মজীবনে PF থেকে প্রয়োজনীয় অর্থ তুলতে চাইলে তিনি আংশিকভাবে অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলতে পারবেন। একজন ব্যক্তি চাকরি করাকালীন সম্পূর্ণ অর্থ তুলতে পারবেন এমন ভাবাটা সম্পূর্ণ ভুল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group