দ্বিতীয় টেস্টে হবে না পাঁচ দিনের ম্যাচ! বাড়তে পারে টিম ইন্ডিয়ার সমস্যা

Published on:

Rain may disrupt the second Test between India and England

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজয়ের স্বাদ গ্রহণ করেছে ভারতীয় দল। তাই লক্ষ্য এখন দ্বিতীয় টেস্টে জয় তুলে পুরনো যন্ত্রণা ভোলানো। তবে সেই আসরের প্রাক্কালে এবার বিরাট দুঃসংবাদ পেল টিম ইন্ডিয়া। শোনা যাচ্ছে, ইংল্যান্ড বনাম ভারতের দ্বিতীয় টেস্টটি পাঁচ দিনের হবে না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তাহলে? একাধিক রিপোর্ট অনুযায়ী, খুব সম্ভবত খারাপ আবহাওয়ার কারণে দ্বিতীয় টেস্টে বাগড়া হতে পারে বৃষ্টি। আর সেই কারণেই 5 দিনের টেস্ট নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন ভারতীয় দলের কোচ থেকে শুরু করে সকলেই।

ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে বৃষ্টির আশঙ্কা

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হেডিংলিতে কোনও রকম খারাপ আবহাওয়ার মুখে পড়েনি টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় টেস্টের আগে এবার ঘনীভূত হচ্ছে কালো মেঘ। আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী, ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ দিনের দ্বিতীয় টেস্টের 3 নম্বর দিনে দু’দলের ম্যাচে খলনায়ক হতে পারে বৃষ্টি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রিপোর্ট বলছে, তৃতীয় দিনের পাশাপাশি বিশেষত পঞ্চম অর্থাৎ শেষ দিনে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে জল ঢালবে বর্ষা। মূলত সেই কারণেই এবার, চিন্তায় পড়ে গিয়েছেন দু দলের অফিসিয়ালরা। আবহাওয়া সংক্রান্ত এক রিপোর্ট বলছে, টেস্টের চতুর্থ এবং পঞ্চম দিনে এজবাস্টনে বৃষ্টির সম্ভাবনা 60 শতাংশ। সেই সাথে গোটা দিন মেঘলা আকাশ থাকবে। তবে প্রথম টেস্ট অর্থাৎ আজকের ম্যাচ নিয়ে খুব একটা ভয়ের কারণ দেখছেন না কেউই।

অবশ্যই পড়ুন: বদলে গেল ইস্টবেঙ্গল, মহামেডান ম্যাচের তারিখ! মোহনবাগানের খেলা কবে? দেখুন নতুন সূচি

সুবিধা হবে ইংলিশ বোলারদের

ভারত বনাম ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে বৃষ্টির আশঙ্কা রয়েছে এ খবর জানতেই বেশ কয়েকজন বিশেষজ্ঞের মত, আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী টেস্টের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনে যদি বৃষ্টির সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ থাকে সেক্ষেত্রে সুবিধা পেয়ে যাবেন ইংল্যান্ডের বোলাররা। ক্রিকেট বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, বৃষ্টির মধ্যেও যদি শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় সেক্ষেত্রে ইংল্যান্ডের ঘরের মাঠে সমস্ত দিক মাথায় রেখে যুদ্ধ জয় যথেষ্ট কঠিন হতে চলেছে টিম ইন্ডিয়ার পক্ষে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group