বন্দি থেকেও নাকি করেছেন খুন! চিন্ময় দাসকে আরও প্যাঁচে ফেলতে নয়া প্ল্যান বাংলাদেশের

Published on:

Chinmoy Krishna Das

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বছরের বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর পদ্মাপারের দেশে সংখ্যালঘুদের উপর লাগাতারা হামলা শুরু হয়েছিল। সেই সময় এই হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার বিরুদ্ধে সরব হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। আর এই আবহে এবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণদাসকে প্রধান অভিযুক্ত হিসাবে দেখিয়ে আদালতে অভিযোগপত্র জমা দিল বাংলাদেশ পুলিশ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

খুন হন আইনজীবী সইফুল ইসলাম!

ঘটনা সূত্রে জানা গিয়েছে, গতবছরের ২৫ নভেম্বর দেশদ্রোহিতা ও বাংলাদেশের পতাকাকে অবমাননা করার অভিযোগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে নেয় বাংলাদেশ পুলিশ। এমনকি চট্টগ্রাম আদালত চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন সম্পূর্ণ খারিজ করে দেয়।

সেই সময় যখন তাঁকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান অনেকে। আর সেই বিক্ষোভের সময়ই খুন হন আইনজীবী সইফুল ইসলাম। এদিকে সেই সময় পুলিশের হেফাজতে প্রিজন ভ্যানে ছিলেন বাংলাদেশের সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অভিযোগ পত্র জমা দেয় বাংলাদেশ পুলিশ

কিন্তু এবার বাংলাদেশ পুলিশ অভিযোগ তুলছে যে, আইনজীবি সইফুল ইসলামের খুনের ঘটনায় মূল অভিযুক্ত হলেন চিন্ময় কৃষ্ণ দাস। কারণ তাঁর প্ররোচনামূলক বক্তব্য হিংসায় আরও উসকানি দিয়েছে। তাই তাঁকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

গতকাল অর্থাৎ মঙ্গলবার, মামলার তদন্তকারী আধিকারিক চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে এই অভিযোগপত্র জমা দেন। এই ঘটনায় তিনি মোট ৩৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিয়েছিলেন।

আরও পড়ুন: সুকান্ত নয়, বঙ্গ বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য? মিলল বড় আপডেট

কী বলছেন তদন্তকারী আধিকারিক?

এদিন মামলার তদন্তকারী আধিকারিক আরও জানিয়েছেন যে, প্রাথমিকভাবে আইনজীবি সইফুল ইসলামের খুনের ঘটনায় অভিযুক্তদের তালিকায় যে ৩১ জনের নাম ছিল, তাদের মধ্যে তিনজনকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে এবং বাকি ২৮ জনকে অভিযোগপত্রে ‘আসামি’ করা হয়েছে।

শুধু তাই নয় তদন্তে যাদের নাম উঠে এসেছে এমন আরও ১০ জনকে আসামি করা হয়েছে। জানা গিয়েছে গ্রেপ্তার আসামিদের মধ্যে এখন পর্যন্ত চন্দন দাস, রাজীব ভট্টাচার্য্য ও রিপন দাশ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group