পাকিস্তানের থেকে বহু এগিয়ে, লাস্ট বয় বাংলাদেশ! বিশ্ব ট্যাঙ্ক শক্তিতে কততে ভারত?

Published on:

India is far ahead of Pakistan and Bangladesh in terms of world tank power

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত দিনগুলিতে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন গুজরান করেছেন বিশ্ববাসী। এই বুঝি যুদ্ধ লেগে যায় সেই আবহে আজও আশঙ্কায় অসংখ্য মানুষ। তাই যুদ্ধের প্রস্তুতি আগে থেকেই সেরে রাখা ভাল। বর্তমানে সেই নীতি নিয়েই বিশ্বের একাধিক শক্তিশালী দেশ তাদের সামরিক ক্ষেত্রে নজর দিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট বলছে, 2015 থেকে 2025 সালের মধ্যে সামরিক ক্ষেত্রে খরচ বেড়েছে 37 শতাংশ। তবে মিসাইল সহ অন্যান্য যুদ্ধ বিমানের পাশাপাশি বিশ্বের বহু দেশ নিজেদের ট্যাঙ্ক শক্তি কয়েকগুণ বাড়িয়েছে। এবার সেই নিরিখেই ট্যাঙ্ক পাওয়ারের তালিকায় একেবারে মগডালে রয়েছে চিন। ভারতের স্থান কততে?

ট্যাঙ্ক পাওয়ারের নিরিখে বিশ্বে এক নম্বর চিন

ওই রিপোর্ট বলছে, বর্তমানে ড্রাগনের পিপলস লিবারেশন আর্মির হাতে রয়েছে 6800টি ট্যাঙ্ক। ফলত, ট্যাঙ্কের সংখ্যায় চিনের ধারে কাছে ঘেঁষতে পারেনি কেউই। তবে 5750টি ট্যাঙ্ক নিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশগুলির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। হ্যাঁ, আমেরিকার স্থান কিন্তু রাশিয়ার পরেই। স্টকহোম ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুসারে, বর্তমানে ট্যাঙ্ক শক্তির নিরিখে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ আমেরিকা। ট্রাম্পের কাছে রয়েছে 4640টি ট্যাঙ্ক।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারতের থেকে অনেক পিছিয়ে পাকিস্তান

ট্যাঙ্ক পাওয়ারের নিরিখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলির তালিকায় বর্তমানে চতুর্থ নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের দেশের কাছে বর্তমানে 4340টি ট্যাঙ্ক আছে বলেই খবর। তবে দুঃখের বিষয়, উত্তর কোরিয়ার ঠিক পরে অর্থাৎ পঞ্চম স্থানে জায়গা হয়েছে ভারতের। হ্যাঁ, চিন, রাশিয়ার থেকে পিছিয়ে থাকেও ভারতীয় সেনাবাহিনীর হাতে বর্তমানে 4201টি ট্যাঙ্ক আছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। চিন, আমেরিকার মতো দেশের থেকে পিছিয়ে থাকলেও পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে ভারত।

সেই সূত্রে বলি, বর্তমানে ট্যাঙ্ক পাওয়ারের নিরিখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলির তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা হয়েছে মিশরের। এই দেশটির হাতে 3976টি ট্যাঙ্ক রয়েছে। আর এর ঠিক পরেই অর্থাৎ ভারতের থেকে অন্তত দুই ধাপ পিছিয়ে জায়গা হয়েছে পাকিস্তানের। ইসলামাবাদের কাছে বর্তমানে ট্যাঙ্ক রয়েছে 3742টি।

অবশ্যই পড়ুন: হম্বিতম্বিই সার, সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের কাছে হার মেনে বিকল্প প্ল্যান পাকিস্তানের

উল্লেখ্য, পাকিস্তানের পরই বিশ্বের ট্যাঙ্ক ধারণকারী বড় দেশগুলির তালিকায় অষ্টম স্থানে জায়গা হয়েছে দক্ষিণ কোরিয়ার, এই দেশটির হাতে বর্তমানে 2847টি ট্যাঙ্ক আছে। একইভাবে তালিকার নবম এবং দশম স্থানে জায়গা হয়েছে যথাক্রমে পাক বন্ধু তুরস্ক ও ইরানের। বলা বাহুল্য, বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে গলা ফাটালেও আদতে ট্যাঙ্ক সংখ্যায় এদেশের কাছে চুনোপুঁটি বাংলাদেশ। একাধিক রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ইউনূসের দেশের সেনাবাহিনীর হাতে রয়েছে মাত্র 320টি ট্যাঙ্ক। আর তা নিয়েই ভারতকে হারানোর স্বপ্ন দেখে অবুঝ পড়শি!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group